About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Sunday, April 25, 2010

You will find your way to goal yourself...















Something that future tells us is the indication of some events, which are either in the form of dream or reality but still it shows us the path of destiny. Whether you realize it or not, its upto you. But nature shows us through various indications, well season change is one such event. Realization is a vital part human character, close observation is such a characteristics which makes you different from other ordinary human beings. Our mother nature creates thousand of phenomena that are quite different & distinct. Notice them & you will feel the difference yourself. Adjust your decisions, follow nature’s rules and you can secure your future. Don’t forget to put a landmark at each and every step of your life as you walk upstairs... Stay cool, relax, alert, and give your best. You will find your way to goal yourself..




Written by Niloy Paul
© Copyright Reserved 2008

শুভ নব-বর্ষ ১৪১৭





নিছক বাঙালীয়ানা দেখানোর জন্য পয়লা বৈশাখ নয় !আরো এক বছর এই ভাষায় স্বপ্ন দেখার জন্যই হয়তো পয়লা বৈশাখ। মোদের গরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা, হয়তো এই ভেবে সত্যজিতৎ রায় অস্কার এনেছেন, কবিগুরু ও অমর্ত্য সেন নোবেল এনেছেন, রাম মোহন রায় রাজাহয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরহয়েছেন। বাংলার দাদা সৌরভও বাংলা ভাশাতেই দাদাগিরি করেছেন, জ্যোতি বসু ২৪টা বছর বাংলা রাজ করেছেন, আজও মমতা পিসির ইংরাজী উচ্চারণে বাংলার টান।
ভালো থাকবেন ও ভালো রাখবেন !এত কিছুর মাঝেও কিন্তু আমরা একটু একটু করে বাংলা কে হারাচ্ছি।অনেকই আজ বাংলা তারিখ মনে রাখেন না, আমি নিজেও জানিনা। সবাই বলবো যে প্রয়োজন পরে না ! কিছুটা হয়তো সত্যি। তবুও বাংলা কে আমরা হারাচ্ছি। পারবো কি আমরা বাংলা কে ধরে রাখতে ?? পারবো কি আমরা বাংলায় স্বপ্ন দেখতে ?? উত্তরটা নিজেদেরই খুঁজে নিতে হবে... নয়তো সত্যিই কিছু হারিয়ে ফেলবো... ভেবে দেখো।

শুভ নব-বর্ষ ১৪১৭
Written by Niloy Paul

© Copyright Reserved 2010