About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Wednesday, June 20, 2012

রিটার্ন ফ্লাইট ( Return Flight )


রিটার্ন ফ্লাইট


শেষবার যখন তোর দোরগোড়ায় ফিরেছিলাম,
ঋতুটি ছিল শীত।
আজ আবার যাত্রাপথ অতিক্রান্ত
করে আসছি তোর দুয়ারে।
আমি সেই একই আছি,
মুদ্রাদোষ জুড়লেও
পাল্টাইনি কিছুতেই।
শুধু দীর্ঘ বর্ষণে ভারাক্লান্ত শীত
হারিয়েছে রূপ,
তাই এসেছে বর্ষা।
ফুলে ফুলে ভরে উঠেছে স্বদেশ।
সবুজটা যেন শেষবারের থেকেও আরও নিবিড়।
রঙ তুলি সাজিয়ে তখন এঙ্কেছিলিস শান্ত নদীতীর।
এখন হয়ত উত্তাল, ঝাপসা এপার ওপার,
ঠিক যেমনটি তুই আমার ভেতর।
বৃষ্টির ফোঁটা কামড়েছে তোর মেঘ কালো চুলে।
ধুয়ে দিয়েছে আদর,
হয়ত আমার আদর্শের ভুলে।
তাই ফিরব আমি, খুলিস দুয়ার।
ইচ্ছে যত দেব আমার।
মেঘলা আকাশ লাগে মলীন,
অথবা দূরদৃষ্টি আজও ক্ষীণ।
জানলার কাঁচে হঠ্যাৎ বাষ্প ভীষণ,
হয়ত শিলাবৃষ্টি নামবে যখন তখন।
ঠাণ্ডা হাওয়ায় জানি তোর বুক হিম।
আমার কিন্তু ঊর্ধ্বগামী তাপমাত্রা।
তাই আর বেশী নয়,
জীবাশ্ম হওয়ার আগে
আমি আসছি আবার ফিরে,
তোর অবাধ বিচারিত দুয়ারে

-নিল
১৮ই জুন, ২০১২
Photo courtesy : Abhishek Mitra

Sunday, June 10, 2012

Blossom


Blossom

My lines brim with joy
and the happiness of rebirth.
Let the Krishnachura tree dance
gently to my tune,
while embracing the earthly smell
of monsoon.
Still searching for the mysteries,
the mysteries of green engulfed
through the eyes of amazement.
None of them followed
the footsteps of rhythm.
Why?.
Writing the never heard before
theories of blossom,
I found sources of endless
ripened happiness.
Stripped top to bottom,
engrossed myself
looking at the far falling stars,
beneath the sky.
Jumbled up tune of eternity.
Trapped temptations.
The window at my bed side
blocked the passage of free thoughts.
Yet I brought pocketful of juvenileness
to patch up with the monotonous
rain drops that keep falling
in between the gaps of my breathe.
I keep smiling through my chapped lips
to see you victorious.
Wishes are special for you,
might be my lines too.
Your footsteps are my blanket
to warm my little world
with tiny emotions.
I stare at the evergreen presence
of my old Krishnachura.
Wrapped within my words of joy,
postulating every space of it.
Your name is imbibed.
Stony it is!.
May worn out but never abolish.
I polish it with my truest sense,
as it shines but never fades…

* Krishnachura(in Bengali) is better known as the ‘Gulmohar Tree’ in India. A tree that blossoms flamboyantly with brightly coloured flowers and aesthetically attracts poets all across India.

-Nil
9th June, 2012

Wednesday, June 6, 2012

অবশেষে বৃষ্টি ( Obosheshe Bristi )

অবশেষে বৃষ্টি


আজ আবার শহরটা ভিজলো,
ভিজলো রাস্তাঘাট, ভিজলো কিছু প্রাণ,
থামল দৈনিক আদান-প্রদান।
এই শহরের বুক চিড়ে মনুষ্য দল,
আবার খুঁজল এক টুকরো আশ্রয়।
কেউ পেল, কেউ পেলনা।
কারোর সুখেই জুড়ল দীর্ঘনিঃশ্বাস,
কারোর চোখের জল আবারো দিলো আশ্বাস
গৃহবাসীর ক্ষণিকের অতিথি হলো গৃহহীন,
মাখলো কিছুটা মেঘলা সময়।
ধারাবাহিক একঘেয়ে গল্পগুলো
হাত ছাড়িয়ে পালাতেই,
কে যেন কেড়ে নিলো তাদের দৌড়।
কেউ ছুঁলও কারোর ভেজা হাত।
কারোর ভাসল বাড়ি ঘর,
জমানো বাশি ভাত
Balcony-র সেই প্রেমিক গিটার ধরলো,
বাঁধলও নতুন সুর।
ভাঙ্গা রেডিও-র ভাঙ্গা গান
জুড়ল মন,
পাড়ি দিলো সুদূর...

-নিল
৬ই জুন, ২০১২

Photo courtesy : Aritra Pal

Saturday, June 2, 2012

Homesick

Homesick

ক্যালেন্ডার-এ তারিখটা উজ্জ্বল,
তবু বার বার হাত-গুনি দিন।
আলতো হাতে ছুঁয়ে ফেলি মোবাইল-এর রঙিন স্ক্রীন।
অস্থিরতা ঘিরে ধরে বার বার,
আর তো মাত্র কিছুদিন।
গন্তব্য, ফিরে যাওয়া নিজের দেশে,
চেনা পরিবেশে।
তাই ইচ্ছে হলেই এক নিমেষেই
এঁকে ফেলি শহরটাকে।
স্বপ্নের পারদটাকে
আরেকটু চরিয়ে ফেলে
দেখি কি কাণ্ডটাইনা হয়,
চেনা বাড়ি ঘরদোর উঠে
চলে আসে বাস্তবে।
নরম আঙুল ছুঁলেই সব উধাও।
মন আনমনা হয়,
কিন্তু দিনগোনার আনন্দ আমাকে
ঠ্যালা দ্যায় আবার,
আরেকটু এগোতে বলে।
ঘরের কোনে সেই ধূলো
মাখা নীল ব্যাগটা
হঠাৎ খিলখিল করে হেঁসে ওঠে।
ওরও সময় হয়ে এলো সাজবার।
তাই দুজনেই তাল মিলিয়ে নাচি উদ্দাম নৃত্য,
আমরা দুজনেই যে খুব HOMESICK...

-নিল
২রা জুন, ২০১২