About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Friday, April 25, 2014

Dust in the wind…

Dust in the wind

Dust in the wind,
Sparrows high above.
The subtlety of dusky evening, long gone.
Left over are the paper cups,
Crushed and abandoned,
With no signs of lip balms.
Just the abundance of you,
In the rain drops and distant horizon.
Yet nothing mentioned
How insignificant we are!
Amongst the birthplace of warmongers,
Amongst the kingdom of preachers.
Lower the blood pressure,
Even lower than atmospheric.
To call by your name
Shivers my pulsating veins!
Deep, deeper, and the deepest grave
Beneath the darkest sky of the race.
Where you lie wide awake
With all the futile tolerances.
Nothing to mind,
Everything to lose.
Psychedelic lights and stony footpaths
Couldn't secure you.
Neither was the holy crowd.
You were brutally raped!
Yes! you were raped with millions of sperms
That oozes out with a promise.
A promise to give birth
A pacific full of demons.
That worldly evening was so fine
When the humid air made you sweat.
Each drop of it sparkled,
As if the colours of spectrum
Kissed you, cuddled you.
Yet it was terribly so wrong.
Even Nostradamus was ashamed
For this bug in prediction.
You slipped away like the paper cups,
Crushed and abandoned every moment.
And as the evening dust in the wind hits,
I find ways to beg forgiveness and tranquility.
As I too ooze the same amount of sperms
With a sense of defeat...

25th April, 2014, 7.25pm – dusky and humid evening with a window seat of a bus and blessings of city traffic.

Sunday, April 13, 2014

মেঘ ( Megh )

মেঘ

মেঘ আজ তফাতে থাকুক অভিমান মুছব আমি
মেঘ আজ আড়ালে থাকুক আহ্লাদ পুষব আমি
স্পষ্ট রোদ তাই আঁচর কাটুক স্যাঁতস্যাঁতে এই মনে
ঘুম পিয়ানো বাজাক স্মৃতি অন্ধ ঘরের কোণে

-৩রা জানুয়ারী,২০১৩। খাতা পেন নিয়ে বসে লেখা নয় এক মেঘাচ্ছন্ন সকালে অফিস বাসে বসে মনে মনে লেখা আর নিজের মনে হেঁসে ফেলা।

যারা বদলাতে পারেনি ( Jara Bawdlate Pareni )

যারা বদলাতে পারেনি

নিশ্চিন্তে সাদা ভাতে হলদে ডাল মাখুন
আমরা মুখে আঙুল গুঁজে রাখব
তাই বলে Dining table-এ বসে
অপসংস্কৃতির অপপ্রচার করবেন না
পরিবর্তিত সংস্কৃতির geometry-টা perpendicularly
কেটে দিয়ে চলে যাবে আমাকে আপনাকে
সেটা অকারণে ব্যাকারনে মেনে নিন please!

- তারিখ মনে নেই (কলিযুগের কোন গুমট সন্ধ্যায় বসে এক নিঃশ্বাসে লেখা। বাপ ও ছেলের ‘আমাদের প্রজন্ম’ নিয়ে বিতর্কে জড়িয়ে)

Thursday, April 3, 2014

অনেক রাতের চিঠি ( Onek Raater Chithi )

অনেক রাতের চিঠি

দ্রষ্টব্য – এটা পড়ে যারা শব্দ, লাইনগুলোকে একটা কবিতার অঙ্গপ্রত্যঙ্গ বলে মনে করবেন না, তাদের রুচির আমি দোষ দেবনা। আপনি না ভাবতেই পারেন, তাতে আমার ব্যবহার করা কোন শব্দই ভিন্ন অর্থ নিয়ে জন্মাবেনা। আমার কিছুই যায় আসেনা তাতে। আমার শুধু আসে যায় ‘তুই’এর ঋতু-ধার্মিক চারিত্রিক পরিবর্তন নিয়ে। এটা আমার ‘তুই’কে লেখা খোলা চিঠি। আপনি সেই ‘তুই’-এর রূপ ধারণ করতেই পারেন, তবে প্রথমে ‘আপনি’ থেকে ‘তুমি’তে নামতে হবে।।


রোজ রাতে আমি দুটো করে কবিতা লিখি মনে,
একটা আমার নামে, আরেকটা তোর দেওয়া ছদ্মনামে,
তার বদলে পৃথিবী দেয় এক বিশ্ব ঘুম।
না ঘুমের ওষুধে আমার আসক্তি নেই,
আছে তোর আদিম ঘামের গন্ধে, শ্বাসনালীর গভীরে।
বহু চেষ্টাতেও আমার ঘুমের গতিবেগের সাথে
মেলাতে পারতাম না তোর প্রাগৈতিহাসিক চরিত্র বদল,
ভেঙেছিল কলম তাই, অস্তিত্বের অভাবে।
তবে আর পারলাম না, খুব নির্জন এই অবসর বিঁধছিল আমায়,
আজ অন্ধকারের গলা টিপে ধরলাম।
রানওয়েতে ধেয়ে যাওয়া একটা বিমানের গতিতে
উৎসর্গ করলাম এই শব্দগুলো।
এটা আমার দ্বিতীয় রিটার্ন ফ্লাইট!
আমি ফিরছি, আবারও ফিরছি, শব্দের গতিতে,
শেষবারটা ছিল ঘন বর্ষা, এখন যদিও দগ্ধ তাপপ্রবাহ।
একটা মাত্র রিকুয়েস্ট, মাত্র একটা, রাখবি?
ঘুমিয়ে পরিসনা প্লিজ!
আমি অনেকদিন ঘুমাইনি, শুধুই ঘুমানোর ভান করেছি।।

-৩১শে মার্চ, ২০১৪, রাত তিনটে বেজে পাঁচ