ইচ্ছে
আমার কলম, বই, খাতা
সব উড়ে বেড়ায়।
লিখতে লিখতে কখন ঘুমিয়ে পরি,
আবার খানিক বাদেই জেগে উঠি।
দেখি দুনিয়া তোলপাড়,
মেঝের উপর ছড়িয়ে আমার দুশ্চিন্তা।
দূরে উপুড় হয়ে পরে আছে
যত প্রাচীন ইচ্ছে।
ধড়তে গেলেই ফসকে যায়।
দৌড়ে বেড়ায় শহর জুড়ে।
কিছু কথা বাষ্প হয়ে যায়,
কিছু ট্রামে চাপা পরে,
সংবাদপত্রের শিরোনাম হয়ে
উঠে আসে শোকসংবাদ।
ভেঙ্গে পরি আমি টুকরো টুকরো হয়ে,
ছড়িয়ে যাই সারা ঘরময়,
তবু জোড়া লাগেনা কথা,
ফিরে আসেনা ভাবনা,
খুঁজে পাইনা বিষয়,
নিখোঁজ হয়ে যায় টেবিল থেকে।
স্তরে স্তরে জমে থাকে কিছু বাক্যস্তবক,
মিল পাইনা।
শুধু কুঁকড়ে যায় অলিখিত কাগজ
সদ্য বিধবার বেশে।
আমি এভাবেই রোজ ইচ্ছে হারাই...
-নিল
৩০শে মে, ২০১২