চিত্রনাট্য
পরিবর্তন হয় স্তিতির, অপরিবর্তিত থাকে কাল
স্রতের টানে মানুষ পাল্টায় জীবনী থেকে
নিয়মানুভব সময় চিঠি বয়ে আনে
নতুন চরিত্র, নতুন আবেগি সম্পর্ক
মিলিয়ে যায় পুরাতন চিত্রনাট্য
নতুনের আবির্ভাবে।
আসবেই সকাল, উঠবেই সূর্য,
পাল্টাবে ক্যালেন্ডার স্যাঁতস্যাঁতে দেওয়ালের বুকে।
দাম্ভিক হাত আটকাবে কেন ?
গড়তে হয় ভাঙ্গার জন্য, যেতে হয় ফেরার জন্য।
সাময়িক প্রবাসী হয় মন,
ফেরার কামনা ধীরে ধীরে ধ্বংসস্তূপ।
বানাবেই মন নতুন আস্তরণ,
ঝড়ের রাত শান্ত সকাল ডাকে ইশারায়।
তুমি, আপনি, তুই, তোরা
সাময়িক কিছু সর্বনাম,
ইচ্ছেমতো গড়া ছড়া।
তাই উই ধরা বইয়ের মলাটে ধুলো জমলেও
নতুন পরত দেওয়া যায়।
আত্মকাহিনী বিক্রির প্রস্তুতি ন্যায় বার বার,
কিন্তু পাতা পালটালেই আবার সেই
গড়পড়তা অধ্যায় শুরু হয়ে যায়।
-নিল
৫ই জুলাই, ২০১২