গ্রহ
মাইলের পর মাইল খালি
গ্রহ বুক চিরে কাতর আর্তনাদ
ধুধু প্রান্তরে পরে রয় আদিম ধূলিকণা
বালুঝড় বয়ে আনে তার নোনতা স্বাদ
গাল বেয়ে শুধু নেমে আসে প্রতিবিম্ব
একের পর এক ঠুনকো আশ্বাস
তবু চাপা থেকে যায় প্রলেপের আড়ালে
কবর নিচে জমে ভেজার বিশ্বাস
তাই গ্রহ খোঁজে প্রাণ অকুলান
লাগলে ছোঁওয়া হিমেল হাওয়ার
বন্ধ্যা মাটি তবু দ্যায় না জন্ম
অপত্যহীন শোকে ভাসিয়ে দেওয়ার
পরে থাকে মিছিমিছি কিছু ভিত্তিপ্রস্তর
ভাঙ্গা গড়ার যোগফল হয় শূন্য
গড়ার প্রয়াসে লেগে যায় মন্দা অর্থনীতি
গ্রহ মুছে স্বপ্ন খোঁজে শরীরী পদচিহ্ন
-wbj
21‡k Ryb, 2012