বারুদের রঙ
বড্ড ভিড়, এখানে শব্দের তীক্ষ্ণ বিষ,
কানে বাজে এই রাতের বিস্ফোরণ।
তারারা তাই ফোটেনি আজ মৃত্যুর ভয়ে,
শুধু অনীহায় লেগে যায় বারুদের রঙ।
আমারদেরও ভেতরে পোষা আছে কিছু স্যাঁতস্যাঁতে রঙমশাল,
যা পোড়ে না বাইরে, শুধু জ্বালিয়ে রাখে ফুরানো মাস।
ধারাবাহিক কক্ষপথে ঘুরতে থাকা নিয়মমাফিক
সব চেতনাই ফেটে পরে কোন এক অবকাশে,
কেউ নিঃশব্দে, কিছু খসে পড়ার শব্দে।
আর যারা পড়ে থাকে তাদের লাগে উৎসব।
মাসকাবারি গ্লানি আর নিপীড়নের ছন্দ
আমরাই ঠেলে দিই তুবড়ির খোলে।
জ্বলতে জ্বলতে দম ফুরিয়ে এলেও
থেমে থাকছেনা কালোর অবক্ষয়।
এই উৎসবের সার্থকতা যদি নাই বা পরিপূরণ হল
তাহলে কেনই বা বইছে ঋতু?
কই আত্ম-অতৃপ্ততার সামান্যটুকুও তো ফাটল না!
শুধুই মোমের উষ্ণতায় পুনর্জন্ম প্রাপ্তি আলো পোকার।
বারুদের হদিস যদি অতীত রাখত তবে ভালই হত,
ইচ্ছেমত পোড়ানও যেত সব উপকূল...
-২৪শে অক্টোবর, ২০১৪