আমার ভাষা
ভাষার দরদ ভাষাই বোঝে,
ভাষা খোঁজে আপন প্রাণ।
রাঙা মাটির পথের চূড়ায়,
পাগল বাউল বুনছে গান।
ভিজছে মাটি, ভাসছে সেথা রূপকথা আর সহজপাঠ,
নবীন মাঝি বাইছে খেয়া, কলসি ঘেরা পুকুরঘাট।
এসব ভীষণ বেদনাময়,
এসব যেন হাঁসায় কাঁদায়,
মায়ের ঠোঁটের কাব্যগুলো
আজও ভীষণ স্বপ্ন দেখায়।
তাই শহর হতে গহীন আকাশ, যেদিক পানে চাই,
অসংখ্য তার প্রতিধ্বনি শুনতে যেন পাই।
জীবন মৃত্যু ভাষার বড়াই,
ভাষাই দিল রক্ত, মান।
মনের মাঝের বিশ্বায়নেও,
আমার ভাষা আমার প্রাণ!
-বিশ্ব মাতৃভাষা দিবস, ২০১৫