About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Sunday, December 11, 2016

তরবারি ( Tawrobari )

তরবারি

সন্ধ্যে বলে ডাক দিয়েছি
পুকুর ঘাটের কাছে,
প্রতিধ্বনি কণ্ঠে তোমার
শীত নেমে আসে।
আমি তখন আড়াল হলেও
শালের ভাঁজেই খাম,
অন্ধ যত বন্ধ চিঠির
লেখা হয়নি নাম।

এ যুদ্ধে সৈন্য মনের
নীরব খেলার মাঝে,
কোথাও যেন প্রস্তুতি নিই,
কোথাও কলম সাজে।
তবুও যদি গোধূলি রুপের
নামটি দিতে চাও,
একটি শিমূল পাতার ভাঁজে
আমায় খুঁজে নাও।

মুঠোর খামে গল্প নামে, তোমার মেঘলা শাড়ি,
অন্তমিলের এই কবিতাই হোক না তরবারি।

-১০ই ডিসেম্বর, ২০১৬

Wednesday, June 29, 2016

মুক্তবোধের আঙিনায় ( Muktobodher Aanginay )

মুক্তবোধের আঙিনায়

তোমার অমরত্ব্যে আমার হাত নেই,
হাত আছে যা কিছু বিপন্নতায়,
আবেগে মাপা যায়, বর্গফুটে নয়।
তেমনই কিছু ঋণের গন্ধ ফিরে আসে,
গোলাপে মুছে গেলেও বইয়ের পাতায় থেকে যায়।
রেখে যায় ছাপ কবি মনে,
তোমার আমার নির্বাক অন্তমিলে।
বদলানো ঋতুর সাথে মেলাবো আমি,
সময় পরিণত নয়।
ফিরে আসব হাত ঘড়ির কাঁটায়
যা ক্লান্ত হয়েও থামে না।
আমার ক্লান্তিতে তুমি থেকো,
থেকো মুক্তবোধের আবরণ হয়ে...

(Our tranquility dwell in pieces,
Of candour and wisdom,
Conferred by your presence.
Sunshine brews the joy in herb,
Like you in us,
Amidst the glorious world
Of priests and preys.
Be there, O Mistress!
When the worldly distress
Inhibits the deepest thought of love
And your flower fails to blossom!)

 -১৬ই জুন, ২০১৬

Sunday, May 8, 2016

এ পরবাসে ( Ey Pawrobasey )

পরবাসে

এ পরবাসে
হিমেল বাতাসে,
ক্ষুধার্ত মনে
মলিন সূখ।
দেখিনি কোথাও
গাংচিল উরে,
ক্লান্ত বিকেলে
মায়ের মূখ।

দূর হতে শুধু
শোনা যায় যেন,
তীব্রতা পায়
দেশের গান।
এই আকাশেই
ফিরে যায় পাখি,
ফিরিয়ে আনে
মাটির টান।

-৮ই মে, ২০১৬


Sunday, January 10, 2016

Indigo

Indigo

Window melts into the meadow,
As the dawn and dusk plays.
My indigo sky perpetuates the
Nomadic, biased and egocentric wills
To pacify in finding life that lies all beneath,
A galaxy of war,
Happiness,
And You!.

-14th November, 2015

Whistles

Whistles

Tip of the pen, 
Gloomy again.
See the sparrows fly.
Distant train,
Whistles again,
As I scribble an alibi..

- 7th July, 2015