মুক্তবোধের
আঙিনায়
তোমার অমরত্ব্যে আমার হাত নেই,
হাত আছে যা কিছু বিপন্নতায়,
আবেগে মাপা যায়, বর্গফুটে
নয়।
তেমনই কিছু ঋণের গন্ধ ফিরে আসে,
গোলাপে মুছে গেলেও বইয়ের পাতায়
থেকে যায়।
রেখে যায় ছাপ কবি মনে,
তোমার আমার নির্বাক অন্তমিলে।
বদলানো ঋতুর সাথে মেলাবো আমি,
সময় পরিণত নয়।
ফিরে আসব হাত ঘড়ির কাঁটায়
যা ক্লান্ত হয়েও থামে না।
আমার ক্লান্তিতে তুমি থেকো,
থেকো মুক্তবোধের আবরণ হয়ে...
(Our tranquility dwell in pieces,
Of candour and wisdom,
Conferred by your presence.
Sunshine brews the joy in herb,
Like you in us,
Amidst the glorious world
Of priests and preys.
Be there, O Mistress!
When the worldly distress
Inhibits the deepest thought of love
And your flower fails to blossom!)
-১৬ই জুন, ২০১৬