তরবারি
সন্ধ্যে বলে ডাক দিয়েছি
পুকুর ঘাটের কাছে,
প্রতিধ্বনি কণ্ঠে তোমার
শীত নেমে আসে।
আমি তখন আড়াল হলেও
শালের ভাঁজেই খাম,
অন্ধ যত বন্ধ চিঠির
লেখা হয়নি নাম।
এ যুদ্ধে সৈন্য মনের
নীরব খেলার মাঝে,
কোথাও যেন প্রস্তুতি নিই,
কোথাও কলম সাজে।
তবুও যদি গোধূলি রুপের
নামটি দিতে চাও,
একটি শিমূল পাতার ভাঁজে
আমায় খুঁজে নাও।
মুঠোর খামে গল্প নামে, তোমার
মেঘলা শাড়ি,
অন্তমিলের এই কবিতাই হোক না তরবারি।
-১০ই ডিসেম্বর, ২০১৬