About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Friday, December 26, 2014

Calendar slips

Calendar slips

These truths are buried of ages,
Amidst the canines, breasts, and neurons.
The prolific bitterness of this winter
Often wakes me up to the sunshine,
Where your eyelashes are still subtle,
Significant for my ever continuing heart aches.

You bring sense to my presence,
In the windy flakes of dust.
You bring dream to my dark nights,
Muting the whispers of my wrist watch.
Yet I am terribly absent from the ventures,
Where you feed a sparrow, kiss the glasses
And portray the bare skinned back,
Profoundly crafted with sensuality.


Calendar slips down every winter,
Promising a new rebirth.
You too proposed for austerity
Rejecting all clauses of our charter.


Shadows beg for light,
Like Hatred begs for love.
Do your world seeks emptiness,
As you pour a pacific full of refusals each night?.
I don’t disown your surreal existence of pleasure,
For it gives me sense, sleep, and sanity.


These truths are buried of ages,
Like the way I loved you...

-24th December, 2014, 2.35am

Saturday, November 1, 2014

বারুদের রঙ ( Baruder Rawng )


বারুদের রঙ

বড্ড ভিড়, এখানে শব্দের তীক্ষ্ণ বিষ,
কানে বাজে এই রাতের বিস্ফোরণ।
তারারা তাই ফোটেনি আজ মৃত্যুর ভয়ে,
শুধু অনীহায় লেগে যায় বারুদের রঙ।

আমারদেরও ভেতরে পোষা আছে কিছু স্যাঁতস্যাঁতে রঙমশাল,
যা পোড়ে না বাইরে, শুধু জ্বালিয়ে রাখে ফুরানো মাস।

ধারাবাহিক কক্ষপথে ঘুরতে থাকা নিয়মমাফিক
সব চেতনাই ফেটে পরে কোন এক অবকাশে,
কেউ নিঃশব্দে, কিছু খসে পড়ার শব্দে।
আর যারা পড়ে থাকে তাদের লাগে উৎসব।
মাসকাবারি গ্লানি আর নিপীড়নের ছন্দ
আমরাই ঠেলে দিই তুবড়ির খোলে।
জ্বলতে জ্বলতে দম ফুরিয়ে এলেও
থেমে থাকছেনা কালোর অবক্ষয়।

এই উৎসবের সার্থকতা যদি নাই বা পরিপূরণ হল
তাহলে কেনই বা বইছে ঋতু?
কই আত্ম-অতৃপ্ততার সামান্যটুকুও তো ফাটল না!
শুধুই মোমের উষ্ণতায় পুনর্জন্ম প্রাপ্তি আলো পোকার।

বারুদের হদিস যদি অতীত রাখত তবে ভালই হত,
ইচ্ছেমত পোড়ানও যেত সব উপকূল...

-২৪শে অক্টোবর, ২০১৪

Sunday, September 7, 2014

Mystic alleys

Mystic alleys

Mystic alleys of nights
Binding the treacherous silence.
Dreams are of souls and footprints,
Not of fountains and fulfillments,
Not of parasites and plastics.
Footpaths crawl endlessly
Cross fading the echoes of each day.
Where a city never sleeps
And traffic light blinks,
People pacify themselves with amenities,
Securing all the joys of void.
Crowd divides into halves and then halves,
Few sit in alleys with their youth,
With the Pole star and the rusted wrist watches.
Few drain away with the corrosion of sense,
Longing to touch the sunshine and crust of moon.
Night beholds different enigmas,
For an alley, for a lover,
For a coward, and for the city lights,
Each bereft of their entity.
Where do those cowards of the alleys hide
When the darkness fights with sunlight?.
Mystic alleys provide alibi to all secrets.
Some hidden within the bricks of ages,
Or might be inside the fleshy thorns.
Have you ever crawled with sanity
In the cracked path of an alley?.
Run faster to dig up a remedy.
Alleys are fading, so are the nights!.

-07th September, 2014, 2.25 am

Friday, May 23, 2014

Offline and absence

Offline and absence

Offline and absence,
Your sublime presence,
Flows through essence of moments.
Verdicts and wars keep on coming
But not your letter of last cry.
The tears may have dried
Leaving behind a dark patch
On your calm cheeks.
Your eyes are still violent.
I can smell an approaching storm... 

-11th August, 2013

বর্ষণও দুপুর ( Bawrshono Dupur )


বর্ষণও দুপুর


টিপ টাপ টুপ,
মন যে কেবল চুপ
ঘনিয়ে এলে আঁধার বেলা,
ভাঙ্গা গড়ার মন্দ খেলা,
দেখছে প্রতিরূপ
তোর কাছে বেসেই ভালো,
থাকনা মিছে দুঃখ কালো
বর্ষণও দুপুর হেসে উঠুক,
মনের যত কান্না মিটুক
আমি ?
আমি না হয় রইব চুপ!


-১২ই জুলাই, ২০১৩

Friday, April 25, 2014

Dust in the wind…

Dust in the wind

Dust in the wind,
Sparrows high above.
The subtlety of dusky evening, long gone.
Left over are the paper cups,
Crushed and abandoned,
With no signs of lip balms.
Just the abundance of you,
In the rain drops and distant horizon.
Yet nothing mentioned
How insignificant we are!
Amongst the birthplace of warmongers,
Amongst the kingdom of preachers.
Lower the blood pressure,
Even lower than atmospheric.
To call by your name
Shivers my pulsating veins!
Deep, deeper, and the deepest grave
Beneath the darkest sky of the race.
Where you lie wide awake
With all the futile tolerances.
Nothing to mind,
Everything to lose.
Psychedelic lights and stony footpaths
Couldn't secure you.
Neither was the holy crowd.
You were brutally raped!
Yes! you were raped with millions of sperms
That oozes out with a promise.
A promise to give birth
A pacific full of demons.
That worldly evening was so fine
When the humid air made you sweat.
Each drop of it sparkled,
As if the colours of spectrum
Kissed you, cuddled you.
Yet it was terribly so wrong.
Even Nostradamus was ashamed
For this bug in prediction.
You slipped away like the paper cups,
Crushed and abandoned every moment.
And as the evening dust in the wind hits,
I find ways to beg forgiveness and tranquility.
As I too ooze the same amount of sperms
With a sense of defeat...

25th April, 2014, 7.25pm – dusky and humid evening with a window seat of a bus and blessings of city traffic.

Sunday, April 13, 2014

মেঘ ( Megh )

মেঘ

মেঘ আজ তফাতে থাকুক অভিমান মুছব আমি
মেঘ আজ আড়ালে থাকুক আহ্লাদ পুষব আমি
স্পষ্ট রোদ তাই আঁচর কাটুক স্যাঁতস্যাঁতে এই মনে
ঘুম পিয়ানো বাজাক স্মৃতি অন্ধ ঘরের কোণে

-৩রা জানুয়ারী,২০১৩। খাতা পেন নিয়ে বসে লেখা নয় এক মেঘাচ্ছন্ন সকালে অফিস বাসে বসে মনে মনে লেখা আর নিজের মনে হেঁসে ফেলা।

যারা বদলাতে পারেনি ( Jara Bawdlate Pareni )

যারা বদলাতে পারেনি

নিশ্চিন্তে সাদা ভাতে হলদে ডাল মাখুন
আমরা মুখে আঙুল গুঁজে রাখব
তাই বলে Dining table-এ বসে
অপসংস্কৃতির অপপ্রচার করবেন না
পরিবর্তিত সংস্কৃতির geometry-টা perpendicularly
কেটে দিয়ে চলে যাবে আমাকে আপনাকে
সেটা অকারণে ব্যাকারনে মেনে নিন please!

- তারিখ মনে নেই (কলিযুগের কোন গুমট সন্ধ্যায় বসে এক নিঃশ্বাসে লেখা। বাপ ও ছেলের ‘আমাদের প্রজন্ম’ নিয়ে বিতর্কে জড়িয়ে)

Thursday, April 3, 2014

অনেক রাতের চিঠি ( Onek Raater Chithi )

অনেক রাতের চিঠি

দ্রষ্টব্য – এটা পড়ে যারা শব্দ, লাইনগুলোকে একটা কবিতার অঙ্গপ্রত্যঙ্গ বলে মনে করবেন না, তাদের রুচির আমি দোষ দেবনা। আপনি না ভাবতেই পারেন, তাতে আমার ব্যবহার করা কোন শব্দই ভিন্ন অর্থ নিয়ে জন্মাবেনা। আমার কিছুই যায় আসেনা তাতে। আমার শুধু আসে যায় ‘তুই’এর ঋতু-ধার্মিক চারিত্রিক পরিবর্তন নিয়ে। এটা আমার ‘তুই’কে লেখা খোলা চিঠি। আপনি সেই ‘তুই’-এর রূপ ধারণ করতেই পারেন, তবে প্রথমে ‘আপনি’ থেকে ‘তুমি’তে নামতে হবে।।


রোজ রাতে আমি দুটো করে কবিতা লিখি মনে,
একটা আমার নামে, আরেকটা তোর দেওয়া ছদ্মনামে,
তার বদলে পৃথিবী দেয় এক বিশ্ব ঘুম।
না ঘুমের ওষুধে আমার আসক্তি নেই,
আছে তোর আদিম ঘামের গন্ধে, শ্বাসনালীর গভীরে।
বহু চেষ্টাতেও আমার ঘুমের গতিবেগের সাথে
মেলাতে পারতাম না তোর প্রাগৈতিহাসিক চরিত্র বদল,
ভেঙেছিল কলম তাই, অস্তিত্বের অভাবে।
তবে আর পারলাম না, খুব নির্জন এই অবসর বিঁধছিল আমায়,
আজ অন্ধকারের গলা টিপে ধরলাম।
রানওয়েতে ধেয়ে যাওয়া একটা বিমানের গতিতে
উৎসর্গ করলাম এই শব্দগুলো।
এটা আমার দ্বিতীয় রিটার্ন ফ্লাইট!
আমি ফিরছি, আবারও ফিরছি, শব্দের গতিতে,
শেষবারটা ছিল ঘন বর্ষা, এখন যদিও দগ্ধ তাপপ্রবাহ।
একটা মাত্র রিকুয়েস্ট, মাত্র একটা, রাখবি?
ঘুমিয়ে পরিসনা প্লিজ!
আমি অনেকদিন ঘুমাইনি, শুধুই ঘুমানোর ভান করেছি।।

-৩১শে মার্চ, ২০১৪, রাত তিনটে বেজে পাঁচ