About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Sunday, May 8, 2016

এ পরবাসে ( Ey Pawrobasey )

পরবাসে

এ পরবাসে
হিমেল বাতাসে,
ক্ষুধার্ত মনে
মলিন সূখ।
দেখিনি কোথাও
গাংচিল উরে,
ক্লান্ত বিকেলে
মায়ের মূখ।

দূর হতে শুধু
শোনা যায় যেন,
তীব্রতা পায়
দেশের গান।
এই আকাশেই
ফিরে যায় পাখি,
ফিরিয়ে আনে
মাটির টান।

-৮ই মে, ২০১৬


Sunday, January 10, 2016

Indigo

Indigo

Window melts into the meadow,
As the dawn and dusk plays.
My indigo sky perpetuates the
Nomadic, biased and egocentric wills
To pacify in finding life that lies all beneath,
A galaxy of war,
Happiness,
And You!.

-14th November, 2015

Whistles

Whistles

Tip of the pen, 
Gloomy again.
See the sparrows fly.
Distant train,
Whistles again,
As I scribble an alibi..

- 7th July, 2015

Monday, June 1, 2015

অন্তরদ্বন্দ্বের রাজসাক্ষীরা ( Ontordwondwer Rajsakkhira )

অন্তরদ্বন্দ্বের রাজসাক্ষীরা

অনেকটা ঘুম নামার আগেই
অন্ধকার ডেকে নিল বজ্রবৃষ্টি।
জল জমল বাইরে, আর ভেতরে অস্থিরতা
যারা বালিশে শুতে চাওয়া সমস্ত কামনার পিছু নিলনা।
যা পরে রইল তা হলো অন্তঃসত্ত্বা আমি,
একটি অতৃপ্ত বিছানা,
আর কিছু অবাধ্য আলো।
বুঝলাম গাঢ় মেঘও স্পষ্ট জ্বলতে পারে,
মুহূর্ত হয়ে।

আমার বেনামি সেই সব চরিত্রের কথা বলতে ইচ্ছে হল
এক, যাদের পাশে দাঁড়াইনি,
দুই, যাদের কথা শুনিনি,
আর তিন, যাদের বলতে দিইনি।
এরা ভিন্ন রূপে এক,
আর যৌথ ভাবে বহুমাত্রিক।
সহমর্মিতার দায়ে সাজাপ্রাপ্ত,
তাই ঘাত ও প্রতিঘাতের সূক্ষ্ম তফাতেই বাঁচে।

যে গ্রীষ্মের দাবদাহ এসে ভিড়েছিল
তাদের অনন্তকালের বিরহ বেদনায়,
তারা অন্তরালে খুঁজে যায় প্রাণ।
বিস্তর ভাবে অনেক কিছু বলতে চায়।
তবে বলতে দেওয়া হোক!
“না না তা হয় না”,
আমার অন্তরদ্বন্দ্বের রাজসাক্ষীরা
আবারও গর্জে ওঠে।
“ওদের দাবিয়ে রাখো,
ওদের পিষে দাও”।

তবে কি আমি...
নিজের পাশে দাঁড়াইনি ?
নিজের কথা শুনিনি ?
নিজেকে বলতে দিইনি ?

বৃষ্টিটা বোধয় একটু থামল, সময়টা নয়

-২৮শে মে, ২০১৫

Saturday, February 21, 2015

আমার ভাষা ( Aamar Bhasha )

আমার ভাষা

ভাষার দরদ ভাষাই বোঝে,
ভাষা খোঁজে আপন প্রাণ।
রাঙা মাটির পথের চূড়ায়,
পাগল বাউল বুনছে গান।
ভিজছে মাটি, ভাসছে সেথা রূপকথা আর সহজপাঠ,
নবীন মাঝি বাইছে খেয়া, কলসি ঘেরা পুকুরঘাট।
এসব ভীষণ বেদনাময়,
এসব যেন হাঁসায় কাঁদায়,
মায়ের ঠোঁটের কাব্যগুলো
আজও ভীষণ স্বপ্ন দেখায়।
তাই শহর হতে গহীন আকাশ, যেদিক পানে চাই,
অসংখ্য তার প্রতিধ্বনি শুনতে যেন পাই।
জীবন মৃত্যু ভাষার বড়াই,
ভাষাই দিল রক্ত, মান।
মনের মাঝের বিশ্বায়নেও,
আমার ভাষা আমার প্রাণ!

-বিশ্ব মাতৃভাষা দিবস, ২০১৫

Saturday, January 17, 2015

গণতন্ত্র ( Gonotantro )

গণতন্ত্র

শহুরে বিপ্লবী পোকারা মরছে গভীরে,
যত হারাচ্ছে পাহাড়ি সবুজ সংখ্যার নিবিড়ে।
কেন আদেশ করছে শুধু ক্ষমতার ভয়,    
ক্ষুধার্ত 'সত্যি' কাতর,         দেখো ফরমানের জয়!

লাগছে কালি কত আঙুলের ডগাতে,
বিদীর্ণ রাজ্যের ক্রোধ ঘৃণা ভোলাতে।
তবুও ফিরছেনা বুঝি প্রগতির ডাক,
লড়াই অন্তমিল স্রোতে       আদর্শ ধুয়ে যাক।

যদি সমাজের আড়ালেই হচ্ছে সাফাই,
রুটির বিষে মিশে রাজ-প্রতিশ্রুতির দাওয়াই।
ধর্ম, নীতি, সংস্কৃতির কুচকাওয়াজের ঝুটো যত মন্ত্র,
বিলীন হচ্ছ তুমি!            হে গণতন্ত্র
বিলীন হচ্ছ তুমি!            হে গণতন্ত্র
রাতের ভুখা পেট            যদি ঘুম কেড়ে আনত!

-১৭ই জানুয়ারী, ২০১৫

Friday, January 2, 2015

মাছরাঙা ( Machhranga )

মাছরাঙা

কাল ভোরে যদি তিস্তা না বয়,
ফুটবেনা কত কাব্য,
আজ রাতে যদি নামে কোন সংশয়,
মেলবেনা কত গদ্য।
উভে যাবে যত অক্ষরমালা,
মিলনের চাহিদায়,
তবু লিখব চিঠি তোমার নীড়ে,
এক পাহাড়ি ভাষায়।

রেখো তুমি সেথা মাছরাঙা আর প্রথম প্রেমের ঘ্রাণ,
যেথায় মাটি দিগন্তহীন, নেইকো পিছুটান।

-১লা জানুয়ারী, ২০১৫

Friday, December 26, 2014

Calendar slips

Calendar slips

These truths are buried of ages,
Amidst the canines, breasts, and neurons.
The prolific bitterness of this winter
Often wakes me up to the sunshine,
Where your eyelashes are still subtle,
Significant for my ever continuing heart aches.

You bring sense to my presence,
In the windy flakes of dust.
You bring dream to my dark nights,
Muting the whispers of my wrist watch.
Yet I am terribly absent from the ventures,
Where you feed a sparrow, kiss the glasses
And portray the bare skinned back,
Profoundly crafted with sensuality.


Calendar slips down every winter,
Promising a new rebirth.
You too proposed for austerity
Rejecting all clauses of our charter.


Shadows beg for light,
Like Hatred begs for love.
Do your world seeks emptiness,
As you pour a pacific full of refusals each night?.
I don’t disown your surreal existence of pleasure,
For it gives me sense, sleep, and sanity.


These truths are buried of ages,
Like the way I loved you...

-24th December, 2014, 2.35am

Saturday, November 1, 2014

বারুদের রঙ ( Baruder Rawng )


বারুদের রঙ

বড্ড ভিড়, এখানে শব্দের তীক্ষ্ণ বিষ,
কানে বাজে এই রাতের বিস্ফোরণ।
তারারা তাই ফোটেনি আজ মৃত্যুর ভয়ে,
শুধু অনীহায় লেগে যায় বারুদের রঙ।

আমারদেরও ভেতরে পোষা আছে কিছু স্যাঁতস্যাঁতে রঙমশাল,
যা পোড়ে না বাইরে, শুধু জ্বালিয়ে রাখে ফুরানো মাস।

ধারাবাহিক কক্ষপথে ঘুরতে থাকা নিয়মমাফিক
সব চেতনাই ফেটে পরে কোন এক অবকাশে,
কেউ নিঃশব্দে, কিছু খসে পড়ার শব্দে।
আর যারা পড়ে থাকে তাদের লাগে উৎসব।
মাসকাবারি গ্লানি আর নিপীড়নের ছন্দ
আমরাই ঠেলে দিই তুবড়ির খোলে।
জ্বলতে জ্বলতে দম ফুরিয়ে এলেও
থেমে থাকছেনা কালোর অবক্ষয়।

এই উৎসবের সার্থকতা যদি নাই বা পরিপূরণ হল
তাহলে কেনই বা বইছে ঋতু?
কই আত্ম-অতৃপ্ততার সামান্যটুকুও তো ফাটল না!
শুধুই মোমের উষ্ণতায় পুনর্জন্ম প্রাপ্তি আলো পোকার।

বারুদের হদিস যদি অতীত রাখত তবে ভালই হত,
ইচ্ছেমত পোড়ানও যেত সব উপকূল...

-২৪শে অক্টোবর, ২০১৪

Sunday, September 7, 2014

Mystic alleys

Mystic alleys

Mystic alleys of nights
Binding the treacherous silence.
Dreams are of souls and footprints,
Not of fountains and fulfillments,
Not of parasites and plastics.
Footpaths crawl endlessly
Cross fading the echoes of each day.
Where a city never sleeps
And traffic light blinks,
People pacify themselves with amenities,
Securing all the joys of void.
Crowd divides into halves and then halves,
Few sit in alleys with their youth,
With the Pole star and the rusted wrist watches.
Few drain away with the corrosion of sense,
Longing to touch the sunshine and crust of moon.
Night beholds different enigmas,
For an alley, for a lover,
For a coward, and for the city lights,
Each bereft of their entity.
Where do those cowards of the alleys hide
When the darkness fights with sunlight?.
Mystic alleys provide alibi to all secrets.
Some hidden within the bricks of ages,
Or might be inside the fleshy thorns.
Have you ever crawled with sanity
In the cracked path of an alley?.
Run faster to dig up a remedy.
Alleys are fading, so are the nights!.

-07th September, 2014, 2.25 am