নিছক বাঙালীয়ানা দেখানোর জন্য পয়লা বৈশাখ নয় !আরো এক বছর এই ভাষায় স্বপ্ন দেখার জন্যই হয়তো পয়লা বৈশাখ। মোদের গরব, মোদের আশা, আমার’ই বাংলা ভাষা, হয়তো এই ভেবে সত্যজিতৎ রায় অস্কার এনেছেন, কবিগুরু ও অমর্ত্য সেন নোবেল এনেছেন, রাম মোহন রায় ‘রাজা’ হয়েছেন, ঈশ্বরচন্দ্র ‘বিদ্যাসাগর’ হয়েছেন। বাংলার দাদা সৌরভ’ও বাংলা ভাশাতেই দাদাগিরি করেছেন, জ্যোতি বসু ২৪টা বছর বাংলা রাজ করেছেন, আজও মমতা পিসি’র ইংরাজী উচ্চারণে বাংলার টান।
ভালো থাকবেন ও ভালো রাখবেন !এত কিছুর মাঝেও কিন্তু আমরা একটু একটু করে বাংলা কে হারাচ্ছি।অনেকই আজ বাংলা তারিখ মনে রাখেন না, আমি নিজেও জানিনা। সবাই বলবো যে প্রয়োজন পরে না ! কিছুটা হয়তো সত্যি। তবুও বাংলা কে আমরা হারাচ্ছি। পারবো কি আমরা বাংলা কে ধরে রাখতে ?? পারবো কি আমরা বাংলায় স্বপ্ন দেখতে ?? উত্তরটা নিজেদেরই খুঁজে নিতে হবে... নয়তো সত্যিই কিছু হারিয়ে ফেলবো... ভেবে দেখো।
শুভ নব-বর্ষ ১৪১৭
Written by Niloy Paul
© Copyright Reserved 2010
No comments:
Post a Comment