চলো পালাই
ব্যস্ততা ও বাস্তবতার এই জীবন,
সূখ
ও স্বপ্ন কোনও এক অন্ধকার ফাঁদে ।
ভোরের
কুয়াশা !! পায় না সে আলো !
সাদা
হত্যার দায় স্বীকার করে কালো ।
আবছা মায়াজালে ঢেকে
যাচ্ছে শহর,
প্রতিদিন আমরা মরছি চাকার তলায় !
পিশে
দিচ্ছে পেশাদারীত্বের প্লাবন,
টাকার
আতঙ্কে ভূত বাবাজিরা পালায় ।
This is what we want !
This
is what we take for grant !
Leaving
home for thousand miles,
Forgetting
our sweet smiles…
Everyone is walking alone,
While
talking on their fucking phone !
No one
knows, who stabbed them from behind !
Is it
their self-pride, or this selfish mankind ??
ভোরের শিশিরে আজ ভেজাল ভাসে,
তার
উপরেই morning walk এর দাপাদাপি...
উত্তাল
জীবনের মাতাল নেশা,
তার
সঙ্গেই চলে আমাদের অসভ্য লাফালাফি ।
সময়ের সঙ্গে আমাদের যুদ্ধ !
প্রতিটি
নিঃশ্বাসও যেন আজ বদ্ধ !
ফুসফুস
ভর্তি Pollution আর Nicotine,
সব
কিছুই চলছে , তবে প্রায় প্রাণহীন ।
“This is what life is”, as we say,
Sex, Drug, Rock n Roll is the only way.
Money
and time gambles with us,
We are
busy building castles of clay !
Waking up with the sounds of horn,
Having
lunch with fat-free pop-corn !
Its an
example of life called ‘Next-gen’,
Scientifically
we can say, we are frozen.
চলো সবাই, সব ভুলে পালাই,
স্বপ্নের
হাইওয়ে দিয়ে ।
হঠ্যৎ
কোথাও থমকে দাঁড়াই,
বৃষ্টি
ভেজা মাটির গন্ধ পেয়ে ।
জীবন’তো আছে
অল্প কিছুদিন,
হঠ্যৎ
কোথাও সে থমকে দাঁড়াবে ।
এইসব
ভেবে হয়তো একদিন মানুষ,
স্মৃতির
বোঝা নিয়ে স্বপ্নের দেশে হারাবে ।
Written by Niloy Paul
© Copyright Reserved 2008
life goes on as it never ends...
ReplyDeleteeyes of stone observe the trends!!