Imbalanced Equation
A distinct
separation between reality and fantasy leads to a void. Hallucination exists in
this moral world, where the difference between life and death became smaller.
It supports our daily system. Now we are in the middle of the game. Either
perform or accept the fall. A man uses his veto power to escape from
materialism and attain nirvana. He feels that the world is not good enough to understand
his virtues. He heads for heaven, taking an oath. An oath to achieve the unachieved....
মৃত্যু হিসেব ছেঁড়া খাতায়,
মৃত্যু নেশা আমার চোখের পাতায়।
Equation
imbalanced,
দোষ দিচ্ছে উপেক্ষিত জীবন
Intoxicated শরীরে বেদনার প্লাবন।
আজ ছেড়ে পালাচ্ছি সব কিছু,
Highway-তে একা,
Moral Police করছে পিছু।
দুনিয়া দিচ্ছে বেদম প্রহার,
Cubicle-এ থেকে Bedroom ছোঁওয়ার।
আমি স্তব্ধ, হার মানিনা,
ভাঙ্গছি নিয়ম কিন্তু আগুন জ্বালিনা।
অন্ধকার রাস্তা আমি খুঁজছি বিশ্রাম,
খানাতল্লাসী সময়,
আমি চূর্ণ করি আনন্দ আশ্রম।
রক্তে ভেসে যায় আমার নখ,
শরীর আমার হিম, তবু ক্ষুধার্ত আমার চোখ।
পাওয়া হলনা শেষ উপহার!
তাই পাথরের স্মৃতিতে বসে খাই বাশি খাবার।
আমার চাইনা যাত্রা-সঙ্গী!
আমি একাই সুখী,
পথে আমার তাড়া ভীষণ,
তাই আমি স্বর্গ-মুখি।
লিখি মন্দ ভালো অঙ্ক খাতায়,
আমার অনন্ত চাহিদা গোপন পাতায়,
তবু স্বর্গ্য ছুঁতে ইচ্ছে ভীষণ,
কাজেই বিদায় করি এই বন্ধ্যা জীবন।
-নিল
২২ এপ্রিল, ২০১২
He will
write from the heaven soon about his progress…
Osadharon gaan hote pare, konodin sur korle nebo kobita ta, with due credits...
ReplyDelete