Homesick
ক্যালেন্ডার-এ তারিখটা উজ্জ্বল,
তবু বার বার হাত-গুনি দিন।
আলতো হাতে ছুঁয়ে ফেলি মোবাইল-এর রঙিন স্ক্রীন।
অস্থিরতা ঘিরে ধরে বার বার,
আর তো মাত্র কিছুদিন।
গন্তব্য, ফিরে যাওয়া নিজের দেশে,
চেনা পরিবেশে।
তাই ইচ্ছে হলেই এক নিমেষেই
এঁকে ফেলি শহরটাকে।
স্বপ্নের পারদটাকে
আরেকটু চরিয়ে ফেলে
দেখি কি কাণ্ডটাইনা হয়,
চেনা বাড়ি ঘরদোর উঠে
চলে আসে বাস্তবে।
নরম আঙুল ছুঁলেই সব উধাও।
মন আনমনা হয়,
কিন্তু দিনগোনার আনন্দ আমাকে
ঠ্যালা দ্যায় আবার,
আরেকটু এগোতে বলে।
ঘরের কোনে সেই ধূলো
মাখা নীল ব্যাগটা
হঠাৎ খিলখিল করে হেঁসে ওঠে।
ওরও সময় হয়ে এলো সাজবার।
তাই দুজনেই তাল মিলিয়ে নাচি উদ্দাম নৃত্য,
আমরা দুজনেই যে খুব HOMESICK...
-নিল
২রা জুন, ২০১২
No comments:
Post a Comment