About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Wednesday, August 18, 2010

হিংস্র মানুষ

হিংস্র মানুষ 


থাকনা আজ দুঃখ ভুলে বন্ধুত্বের হাত বাড়াই,
পৃথিবির যত যুদ্ধ ছেড়ে শান্তির পথে পা বাড়াই।

প্রতারণার দায়ে বন্দি আজ পৃথিবির কাছে আমরা সবাই,

স্বাধীনতার নামে আমরা শুধু হিংসার পথ দেখাই।


ভুগছি আমরা নিদ্রাহীনতায়, ব্যস্ততা শুধু পৃথিবি গড়ার,
আসলে তা আর কিছু নয়, প্রস্তুতি শুধু যুদ্ধ লড়ার।

চলছি আজও এক’ই পথে, লক্ষ্য শুধু যুদ্ধ জয় !

সত্যিই কি জিততে পারছি ?, নাকি সময়ের অপচয় ?


ক্ষমতা দখলের এই লড়াই কে ‘Survival of the fittest বলি !
একে অপরকে হত্যা করে মনুষ্যত্বকে দিচ্ছি বলি।

পৃথিবিকে যন্ত্রনা দিয়ে আজ আমরা খুশি সবাই,

রক্তের স্বাদ পেয়ে গিয়ে ভালোবাসার গন্ধ তাড়াই !







এত যুদ্ধের পরেও আজ রণক্লান্ত হয়নি কেউ !

ঠিক যেমন আছড়ে পরে সমুদ্রের বুকে অক্লান্ত ঢেউ।

পরিচয় দিই ‘মানুষ’ বলে, হিংস্র আমরা পশুর মতো !

‘মান’ আর ‘হুশ’ হারিয়ে ফেলে, পারছি না আজ ঢাকতে ক্ষত।


পারবে কি কেউ বলতে, কবে হবে যুদ্ধের শেষ ?

যেদিন পাবে এই পৃথিবি একটা সুন্দর শান্ত পরিবেশ।

সেদিন একসাথে হবে সবার রণক্ষেত্র থেকে মুক্তি !

বিভেদ হিংসা ভুলে গিয়ে করবে শুধু ভালবাসার চুক্তি...

Written by Niloy Paul.



Copyright Reserved 2010



No comments:

Post a Comment