About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Friday, March 9, 2012

যাহা বলিব সত্য বলিব ( Jaha Bolibo Sotyo Bolibo )


যাহা বলিব সত্য বলিব -

( Diary-র পাতা উলট পালট করতে করতে বেরিয়ে এলো কিছু ছেঁড়া পাতা। পাতায় ছিল আঁকিবুঁকি, কিছু ছড়ানো শব্দ। সাজিয়ে ফেললাম সাজানো লাইন নতুন করে। পুরনো চাল কতটা ভাতে বাড়ল সে হিসেব জানিনা, তবে এই অখাদ্য লেখা আমার সেটাও মানিনা। দূরে সরে যাই, অস্বীকার করি নিজেকে...)




পৃথিবীর উপর সূর্যের আলো পরেছে,
অনুভূতিগুলো আস্তে আস্তে মুক্ত হচ্ছে
তবু কেন জানিনা আকাশ মেঘলা আমার
কোন আনন্দে সে তার মুখ লোকাচ্ছে
একে অপরকে দোষ দেওয়াটাই তো আমাদের নেশা
রাজনৈতিক নেতা-নেত্রীদের তো আবার এটা পেশা
পেশায় আসক্ত গোটা বিশ্ব
“আজ আমি আছি, কাল নাও থাকতে পারি”,  
এটাই আজকের ভালোবাসা
এসব তুচ্ছ কথা ফেলে দাও
বলো কিছু সত্যি কথা
সত্যি বলো কেমন আছো ?
নিশ্ব বিশ্বে ব্র্যান্ড আর ব্যান্ড-এর ছড়াছড়ি
এতো কর্মকাণ্ডের মাঝেও কি তুমি একা ?
আসলে চাওয়া পাওয়ার বোধটাই তোমার মধ্যে লুপ্ত
Disco-র উল্লাস, Vodka, Scotch আর টাকার গন্ধ
এসব ছুঁয়েই আছো বেঁচে হয়তো
তবু এইটুকু বলতে পারি,
তুমি কিন্তু হারিয়েছ সেই পুরনো ছন্দ

- নিল
২৩শে ডিসেম্বর, ২০০৮


2 comments: