About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Sunday, May 9, 2010

আজ ২৫শে বৈশাখ...



বাঙালীদের জন্য আরো একটা উৎসবের দিন। হয়তো এই জন্যই যে আমরা আমাদের শত আধুনিকতার মঝেও ভুলতে পারিনি সেই মানুষটিকে, যাঁর প্রতিটি নিঃশ্বাস আজও আমাদের মধ্যে জীবিত। তাঁর প্রতিটি ভাবনা, চিন্তা, গানের সুর আজও প্রতি মূহুর্তে আমাদের মনের মধ্যে ঘুরে বেড়ায়, হয়ত বলবেন যে এ আর নতুন কি বললেন দাদা। সত্যি নতুন কিছু নয়, কিন্তু তাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে বলবার অনেক কিছুই আছে। তিঁনি মানব-জাতিকে কি কি উপহার দিয়েছেন তার হিসাব আমি নাইবা করলাম, কিন্তু আমরা তাঁকে কি কি উপহার দিয়েছি ?। তাঁর গানের Remix আজ আমাদের মন ছুঁয়ে যায়, Discoতে রবী-রকস্‌ এর দাপাদাপী। তাঁর লেখা কবিতা, গল্প কে ভাঙ্গা-চোড়া করে আমরা আমাদের so-called CREATIVITY’র পরিচয় দিচ্ছি। তাঁর সুরগুলোও আজ আর সুরক্ষিত নেই, কিন্তু তবুও ‘তিঁনি আছেন নিরবে...’ কারণ তিঁনি কোন দিনও নিজের Publicity চাননি হয়ত, কিন্তু আমরা চাই। আর সেই জন্যেই তিঁনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর আমরা সাধারণ মানুষ। না এসব বলে কোন সস্তার বিতর্ক সৃষ্টি করার চিন্তা-ভাবনা আমার নেই। শুধু আমরা কি করে চলেছি সেটা আরও একবার মনে করিয়ে দিলাম। কবিগুরুর অসীম সৃষ্টির সামনে আমরা তুচ্ছ মাত্র, তাই তাঁর চোখের আলোর মাঝে আজও নিজেদের স্বপ্ন-গুলোকে মেলে ধরতে ইচ্ছে করে। তাঁর লেখা গান গাওয়াতেই যেন আমরা চির-জীবন আনন্দ পাই, শান্তি পাই। পরবর্তী প্রজন্ম যেন তাঁর গান মুছে না ফেলে এই আশাই রাখব। তাই শেষে একটাই গানের লাইন লিখব...

    “ও বাঙালী ভুল করো না, গেও না এমন গান যাতে জগৎ-সভায় লুটিয়ে পড়ে বাংলা ভাষার মান...”

I have become my own version of an optimist. If I can't make it through one door, I'll go through another door - or I'll make a door. Something terrific will come no matter how dark the present.-Mr.Tagore

আসুন কবিগুরুর পথ ধরেই আমরা আমাদের প্রিয় বাংলা ভাষা কে এগিয়ে নিয়ে যাই 
নতুন এক দিগন্তের দিকে...

Read his short biography at- http://www.oise.utoronto.ca/research/edu20/moments/1901tagore.html


Written by Niloy Paul
© Copyright Reserved 2010

No comments:

Post a Comment