থাকনা আজ দুঃখ ভুলে বন্ধুত্বের হাত বাড়াই,
ভুগছি আমরা নিদ্রাহীনতায়, ব্যস্ততা শুধু পৃথিবি গড়ার,
ক্ষমতা দখলের এই লড়াই কে ‘Survival of the fittest’ বলি !
এত যুদ্ধের পরেও আজ রণক্লান্ত হয়নি কেউ !
ঠিক যেমন আছড়ে পরে সমুদ্রের বুকে অক্লান্ত ঢেউ।
পরিচয় দিই ‘মানুষ’ বলে, হিংস্র আমরা পশুর মতো !
‘মান’ আর ‘হুশ’ হারিয়ে ফেলে, পারছি না আজ ঢাকতে ক্ষত।
পারবে কি কেউ বলতে, কবে হবে যুদ্ধের শেষ ?
যেদিন পাবে এই পৃথিবি একটা সুন্দর শান্ত পরিবেশ।
সেদিন একসাথে হবে সবার রণক্ষেত্র থেকে মুক্তি !
বিভেদ হিংসা ভুলে গিয়ে করবে শুধু ভালবাসার চুক্তি...
Written by Niloy Paul.
Copyright Reserved 2010
No comments:
Post a Comment