About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Monday, March 26, 2012

Paranoid Glasses


Paranoid Glasses

Days that slipped by
from the paranoid glasses
of my windows.
Hands profoundly tried touching
the empty sky,          Fruitless.
Rain never touched the heated soil.
Clocks stopped ticking.
The distant horizon became pale,
and breezes ran opposite.
Visions were sharp until then,
crashed with the death of transparency.
The greener heart perished.
No wonder still the finger-tips were sensitive.
They drew sketches of happiness,
and the emotions that abolished
from the inner and outer self,
probably vindicating our conscience.
Who should be blamed ?
The graves of the ancient civilizations
Who forced us to dig deep
and create mega-structures.
Or the progeny of complex human mind ?
I tried unfolding those mysteries
during the darkest hours of the day.
Failed repeatedly,    
Broken and shattered.
Even tears abandoned my rugged skin.
The story still remains the same,
everyday I sit beside those paranoid
glasses of my window pane.
Nothing changes,
My effort goes in vain…

-Nil
26th March, 2012


Friday, March 23, 2012

নষ্ট মন ( Nosto Mon )


নষ্ট মন


তুমি শীত-ঘুম হতে পারো
আমি কিন্তু জড়িয়ে ধরা ছেঁড়া-কাঁথা।
তোমার শরীর বেয়ে মৃদু আলিঙ্গন
একটু আলতো ছোঁওয়া আর        অল্প শিহরণ।
উত্তাপ তুমি মাপকাঠি তে মাপো
আমি কিন্তু মাখি নিজের গায়ে
তোমার বর্জিত নষ্ট ঘাম যত
মাঝে মাঝে আমি ছুঁই কিন্তু
পারিনা বুঝতে তার ভাষা
সে কি চায় ?
ব্যর্থ প্রেম নাকি         স্পষ্ট উষ্ণতা ?
পালিয়ে বেড়াই আমি শরীর জুরে
ধরে সেই নিষিদ্ধ গলি,
যার শেষ প্রান্তে হয়ত পাবো আলো
তোমার আমার মধ্যস্থল শুধুই কালো।
বিপ্লব চাইনা তোমার মনে
আমি তো শারীরিক আশ্রয় খুঁজি
রাতটুকুই দিন আমার
অন্ধকারে গোপন আঁতাত গড়তেও রাজি।
পারবে কি তুমি ছাড়তে নেশা ?
বেশ্যাবৃত্তির ঘৃণ্য আশা
দৈহিক বিপন্নতা এবার ছাড়ো
(মন) ভালবাসলে থাকো নয়তো Please কেটে পরো !!

-নিল
২২শে জুলাই, ২০১১


Sunday, March 18, 2012

বিকেলটুকু ( Bikel-tuku )


বিকেলটুকু


নষ্ট বিকেল বদ্ধ হাওয়া
বন্ধ ঘরের জানলা
দমকা খুশি মনেই পুষি
সময় ভাঙ্গা খেলনা



( বহু শহুরে বিকেল নষ্ট হয়েছে সবুজের অভাবে আর concrete-এর স্বভাবে। হারিয়েছে মাঠ চার দেওয়ালের ভিড়ে যার মাঝেই আঁকড়েছে মানুষ নতুনত্ব। পেয়েছে বদ্ধ হাওয়া আর Carbon-monoxide এর বিষাক্ত মিশ্রণ। আলমারির তাকে তুলে রেখেছে দৌড়ে বেড়ানোর ইচ্ছে আর বারে বারে মেলাতে চেয়েছে না পাওয়ার অঙ্ক। তবু অঙ্ক কিন্তু মেলেনি... কারন জীবনযাপনের প্রশ্নপত্রে ছিল বড়সড় ভুল! )

- নিল
১৬ই মার্চ, ২০১২


Friday, March 9, 2012

যাহা বলিব সত্য বলিব ( Jaha Bolibo Sotyo Bolibo )


যাহা বলিব সত্য বলিব -

( Diary-র পাতা উলট পালট করতে করতে বেরিয়ে এলো কিছু ছেঁড়া পাতা। পাতায় ছিল আঁকিবুঁকি, কিছু ছড়ানো শব্দ। সাজিয়ে ফেললাম সাজানো লাইন নতুন করে। পুরনো চাল কতটা ভাতে বাড়ল সে হিসেব জানিনা, তবে এই অখাদ্য লেখা আমার সেটাও মানিনা। দূরে সরে যাই, অস্বীকার করি নিজেকে...)




পৃথিবীর উপর সূর্যের আলো পরেছে,
অনুভূতিগুলো আস্তে আস্তে মুক্ত হচ্ছে
তবু কেন জানিনা আকাশ মেঘলা আমার
কোন আনন্দে সে তার মুখ লোকাচ্ছে
একে অপরকে দোষ দেওয়াটাই তো আমাদের নেশা
রাজনৈতিক নেতা-নেত্রীদের তো আবার এটা পেশা
পেশায় আসক্ত গোটা বিশ্ব
“আজ আমি আছি, কাল নাও থাকতে পারি”,  
এটাই আজকের ভালোবাসা
এসব তুচ্ছ কথা ফেলে দাও
বলো কিছু সত্যি কথা
সত্যি বলো কেমন আছো ?
নিশ্ব বিশ্বে ব্র্যান্ড আর ব্যান্ড-এর ছড়াছড়ি
এতো কর্মকাণ্ডের মাঝেও কি তুমি একা ?
আসলে চাওয়া পাওয়ার বোধটাই তোমার মধ্যে লুপ্ত
Disco-র উল্লাস, Vodka, Scotch আর টাকার গন্ধ
এসব ছুঁয়েই আছো বেঁচে হয়তো
তবু এইটুকু বলতে পারি,
তুমি কিন্তু হারিয়েছ সেই পুরনো ছন্দ

- নিল
২৩শে ডিসেম্বর, ২০০৮


Monday, March 5, 2012

কবিতা তোকে হারালাম ( Kobita Toke Haralam )

কবিতা তোকে হারালাম



কবিতা তোকে হারালাম,

কলমের শেষ কালিটাও ছিল তোর জন্য

শুকনো কোন কাগজে,

যার পাতায় পাতায় ছিল কাটাকুটি।

ছন্দ মেলেনি, শব্দগুলো মনমরা।

তোর গায়ে পরাতে চেয়েও পারিনি

সুরের অলংকার।        

মনের কল্পনাগুলো সরে আলোকবর্ষ

দূরে ক্ষীণ।

যেন মহাজাগতিক বিস্ফোরণে অকাল-মৃত্যু।

দোষটা আমার, অবহেলায় রেখেছিলাম সূক্ষ্ম অনুভূতি।

রোদ-তপ্ত দেহে শুকিয়েছি জলো-কণা,

কখনো না ভেবেই

পরিযায়ীর মতো পাল্টেছি তোর দেহ।

ক্ষমা করিস

পারলে আবার আসিস ফিরে,

কোনো এক গুমোট গ্রীষ্মের দুপুরে।।


- নিল