কবিতা তোকে হারালাম
কবিতা তোকে হারালাম,
কলমের শেষ কালিটাও ছিল তোর জন্য
শুকনো কোন কাগজে,
যার পাতায় পাতায় ছিল কাটাকুটি।
ছন্দ মেলেনি, শব্দগুলো মনমরা।
তোর গায়ে পরাতে চেয়েও পারিনি
সুরের অলংকার।
মনের কল্পনাগুলো সরে আলোকবর্ষ
দূরে ক্ষীণ।
যেন মহাজাগতিক বিস্ফোরণে অকাল-মৃত্যু।
দোষটা আমার, অবহেলায় রেখেছিলাম সূক্ষ্ম অনুভূতি।
রোদ-তপ্ত দেহে শুকিয়েছি জলো-কণা,
কখনো না ভেবেই
পরিযায়ীর মতো পাল্টেছি তোর দেহ।
ক্ষমা করিস
পারলে আবার আসিস ফিরে,
কোনো এক গুমোট গ্রীষ্মের দুপুরে।।
- নিল
bhalo.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteAwesome my friend!!cholbe dada..Carryon!!
ReplyDeleteAwesome my friend!!cholbe dada..Carryon!!
ReplyDeletebhai darun likhechis........
ReplyDeletebhalo hoyeche
ReplyDelete