নষ্ট মন
তুমি শীত-ঘুম হতে পারো
আমি কিন্তু জড়িয়ে ধরা ছেঁড়া-কাঁথা।
তোমার শরীর বেয়ে মৃদু আলিঙ্গন
একটু আলতো ছোঁওয়া আর অল্প শিহরণ।
উত্তাপ তুমি মাপকাঠি তে মাপো
আমি কিন্তু মাখি নিজের গায়ে
তোমার বর্জিত নষ্ট ঘাম যত
মাঝে মাঝে আমি ছুঁই কিন্তু
পারিনা বুঝতে তার ভাষা
সে কি চায় ?
ব্যর্থ প্রেম নাকি স্পষ্ট
উষ্ণতা ?
পালিয়ে বেড়াই আমি শরীর জুরে
ধরে সেই নিষিদ্ধ গলি,
যার শেষ প্রান্তে হয়ত পাবো আলো
তোমার আমার মধ্যস্থল শুধুই কালো।
বিপ্লব চাইনা তোমার মনে
আমি তো শারীরিক আশ্রয় খুঁজি
রাতটুকুই দিন আমার
অন্ধকারে গোপন আঁতাত গড়তেও রাজি।
পারবে কি তুমি ছাড়তে নেশা ?
বেশ্যাবৃত্তির ঘৃণ্য আশা
দৈহিক বিপন্নতা এবার ছাড়ো
(মন) ভালবাসলে থাকো নয়তো Please কেটে পরো !!
-নিল
২২শে জুলাই, ২০১১
the last four lines,m going 2 use....darun hoyeche
ReplyDeletebhalo hoeche bhai....
ReplyDelete