About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Saturday, June 1, 2013

উৎসুক ( Utsuk )

 উৎসুক

প্রতিটা ভোর ঠিক কতটা আলো ভরে দ্যায় গাছের পাতায় ?
প্রতিটা ঘুম চোখ ঠিক কতটা স্বপ্ন মুছে ফ্যালে ভোর ছটায় ?
প্রতিটা মানুষ ঠিক কতটা আপোষ করে হিসেব খাতায় ?
বাড়ি ফেরার ভিড়ে নিজের জগতে হারিয়ে অন্তহীন প্রতীক্ষায়।

বেড়ে চলেছে একাকি শহরের রাস্তায়
কার নামহীন ঘুপচি গলির ঝাড়বাতির অন্ধকার,
মায়াবি রাতের নিঝুম আস্তানাকে ছুঁড়ে ফেলে
কারা করছে চুক্তির কারবার ?

নির্বাক ও ঘনীভূত কিছু কুয়াশা করছে আড়াল,
খুব চেনা দুটি মানুষের মধ্যবর্তী শূন্যস্থল।
বেচে দিলেই দিতে পারে ওরা যত চিলেকোঠার কালো আকাশ,
সাবেকি শহরে বুকে থমকে থাকা সময় এভাবেই আয়ু বাড়াক।

প্রতিটা চেহারা ঠিক কি ভাবে লুকোয় অতিতের পাপ ?
চেনা কিছু স্বপ্ন না হয় ঘুমপাড়ানি গল্প হয়েই থাক।
কালবৈশাখীর এক দমকা ঝড়ে উড়িয়ে দিলে চুল,
মুচকি হেঁসে ভেবেই ফ্যালা কোনটা সঠিক ভুল।

প্রতিটা ঘুড়িকে ঠিক কতটা বেঁধে রাখে হাওয়া ?
প্রতিটা দুষিত নিঃশ্বাসে ঠিক কতটা সুখ পাওয়া ?
ওদের ছেঁড়া জিন্‌সে হয়ত তিন পরত ময়লা ধুলোর ভাঁজ,
একদিন দাপিয়েছিল শরীর, ঘেঁটেছিল বালিকার সাজ।
কাটা মন চিবুক, আত্মগোপন ঘন রক্তের দাগ,
শিরোনামের শীর্ষে মিশছে পক্ষপাতীত্য আজ।

শহর তুই তোর মতোই বেঁচে থাক।
শহর তুই, তুই হয়েই বেঁচে থাক।

-নিল
১৮ই এপ্রিল, ২০১৩

Thursday, February 28, 2013

আমি তো বেশ ছিলাম ( Ami To Besh Chhilam )

আমি তো বেশ ছিলাম

অভিমানের নেশায় আমি হুল ফোটাই বার বার,
মেরুন ডাইরি, ভাঙ্গা রঙ পেন্সিল যখনই হারাই আবার।
আমি তো বেশ ছিলাম বেলা অবধি ঘুমিয়ে,
যখনও ডাকেনি ইঁদুর দৌড়, দুপুর রোদ চোখ রাঙিয়ে।
তবুও না হয় সোফায়, আঁচলে মুখ লুকিয়ে,
সেই আমি বেশ ছিলাম বেলা অবধি ঘুমিয়ে।
আবছা আলোর সুচ, অল্প পারদের শিশিরে,
ছাদের উপর ক্রিকেট নিখোঁজ আমার গভীরে।
এখন ফুল স্লিভের আড়াল, সাদা কালোর ঢেউ,
লাজুক দশ আঙুলের ঘাম অদৃশ্যে মাপছে কেউ।
ভাঙলে ভয়, ইচ্ছে হয়, ভাবি হাতঘড়িটা থামিয়ে,
গোপনে দেবো ডুব, উঠবো আবার বেলা অবধি ঘুমিয়ে।
অসাড় আমিও নই, তাই পুষছি নতুন সই, পকেট চালাই,
শরীর কবর চেয়ারে, কোন অযৌক্তিক আত্ম ব্যাথা ছাড়াই।
এই জল রঙ দিয়ে আঁকা দিন, লুপে ফেলেই চলছে নাটক,
ঠুনকো আমার রাজপ্রাসাদ, ভুল ঠিকানায় আমি আটক।
সোম টু শুক্র অঙ্কের কালিতে এভাবেই ক্যানভাস আঁকি,
স্টেপ জাম্পের স্বভাবে স্বেচ্ছায় ধরা দিচ্ছে ফাঁকি।
সবার দেহ চলছে রোজ হারানো বিপ্লব মারিয়ে,
আমি আমার বিপ্লব আনবই একদিন, একটু শৈশব ফিরিয়ে।
আমি তো বেশ ছিলাম বেলা অবধি ঘুমিয়ে...

-নিল
২৩শে ফেব্রুয়ারী, ২০১৩

Tuesday, January 22, 2013

আমি এক, আমি দুই ( Ami Ek, Ami Dui )

আমি এক, আমি দুই

এক মহাযুগ ধরে অন্ধ রাত জেগেছি,
আমি পিচ রাস্তার কালো পাথর খুঁটে দেখেছি,
কোথাও খুনের Modus Operandi খোদাই নেই।
কোলবালিশে হারানো ঘুমের তিব্র যন্ত্রণায়
এপাশ আর ওপাশ ফিরে বারোর নামতা পড়েছি।
বারে বারেই ভেসে এসেছে মেকি কান্নার আওয়াজ,
কুত্তার লাশ আর খুনির ঘামের গন্ধে বাড়ন্ত মস্তিষ্কের পচনশীল প্রগতি।
তাই Painkiller-এর মতো গিলে খাচ্ছি প্রাক্তন প্রেমিকার Frame-হীন কিছু ছবি।
তার ঝোরে পড়া বদরক্ত কখনও দেখেছি লাল, কখনও খুব কালো।
এরপর কেমন যেন জতুগৃহের মধ্যেই ঘুরপাক,
তবুও সে সব রাত শত অজুহাতেও আমার কাছে অসমাপ্ত,
চরিত্রায়ন হলেও, উপসংহার লেখা হয়নি কখনও।
এভাবেই ঘন্টাখানেক চলত আমার এই Hallucination,
অল্প আলো ফুটলেও আমার আমি বেশ নীরব।
মাদকতার নামে পুষছি এক দ্বিখণ্ডিত স্বত্যাকে,
রাতের শত পাপের ফলাফলের মাঝেও আমি যেন একটু হলেও ভালো।

-নিল
৩১শে ডিসেম্বর, ২০১২