আমি তো বেশ ছিলাম
অভিমানের নেশায় আমি
হুল ফোটাই বার বার,
মেরুন ডাইরি, ভাঙ্গা
রঙ পেন্সিল যখনই হারাই আবার।
আমি তো বেশ ছিলাম
বেলা অবধি ঘুমিয়ে,
যখনও ডাকেনি ইঁদুর দৌড়,
দুপুর রোদ চোখ রাঙিয়ে।
তবুও না হয় সোফায়,
আঁচলে মুখ লুকিয়ে,
সেই আমি বেশ ছিলাম
বেলা অবধি ঘুমিয়ে।
আবছা আলোর সুচ, অল্প
পারদের শিশিরে,
ছাদের উপর ক্রিকেট নিখোঁজ
আমার গভীরে।
এখন ফুল স্লিভের
আড়াল, সাদা কালোর ঢেউ,
লাজুক দশ আঙুলের ঘাম
অদৃশ্যে মাপছে কেউ।
ভাঙলে ভয়, ইচ্ছে হয়,
ভাবি হাতঘড়িটা থামিয়ে,
গোপনে দেবো ডুব,
উঠবো আবার বেলা অবধি ঘুমিয়ে।
অসাড় আমিও নই, তাই
পুষছি নতুন সই, পকেট চালাই,
শরীর কবর চেয়ারে, কোন
অযৌক্তিক আত্ম ব্যাথা ছাড়াই।
এই জল রঙ দিয়ে আঁকা
দিন, লুপে ফেলেই চলছে নাটক,
ঠুনকো আমার
রাজপ্রাসাদ, ভুল ঠিকানায় আমি আটক।
সোম টু শুক্র অঙ্কের
কালিতে এভাবেই ক্যানভাস আঁকি,
স্টেপ জাম্পের
স্বভাবে স্বেচ্ছায় ধরা দিচ্ছে ফাঁকি।
সবার দেহ চলছে রোজ
হারানো বিপ্লব মারিয়ে,
আমি আমার বিপ্লব
আনবই একদিন, একটু শৈশব ফিরিয়ে।
আমি তো বেশ ছিলাম
বেলা অবধি ঘুমিয়ে...
-নিল
২৩শে ফেব্রুয়ারী,
২০১৩
No comments:
Post a Comment