আমি এক, আমি দুই
এক মহাযুগ ধরে অন্ধ রাত জেগেছি,
আমি পিচ রাস্তার কালো পাথর খুঁটে দেখেছি,
কোথাও খুনের Modus Operandi খোদাই নেই।
কোলবালিশে হারানো ঘুমের তিব্র যন্ত্রণায়
এপাশ আর ওপাশ ফিরে বারোর নামতা পড়েছি।
বারে বারেই ভেসে এসেছে মেকি কান্নার আওয়াজ,
কুত্তার লাশ আর খুনির ঘামের গন্ধে বাড়ন্ত মস্তিষ্কের পচনশীল প্রগতি।
তাই Painkiller-এর মতো গিলে খাচ্ছি প্রাক্তন প্রেমিকার Frame-হীন কিছু ছবি।
তার ঝোরে পড়া বদরক্ত কখনও দেখেছি লাল, কখনও খুব কালো।
এরপর কেমন যেন জতুগৃহের মধ্যেই ঘুরপাক,
তবুও সে সব রাত শত অজুহাতেও আমার কাছে অসমাপ্ত,
চরিত্রায়ন হলেও, উপসংহার লেখা হয়নি কখনও।
এভাবেই ঘন্টাখানেক চলত আমার এই Hallucination,
অল্প আলো ফুটলেও আমার আমি বেশ নীরব।
মাদকতার নামে পুষছি এক দ্বিখণ্ডিত স্বত্যাকে,
রাতের শত পাপের ফলাফলের মাঝেও আমি যেন একটু হলেও ভালো।
-নিল
৩১শে ডিসেম্বর, ২০১২
No comments:
Post a Comment