গণতন্ত্র
শহুরে বিপ্লবী
পোকারা মরছে গভীরে,
যত হারাচ্ছে
পাহাড়ি সবুজ সংখ্যার নিবিড়ে।
কেন আদেশ করছে
শুধু ক্ষমতার ভয়,
ক্ষুধার্ত 'সত্যি' কাতর, দেখো ফরমানের জয়!
লাগছে কালি কত আঙুলের
ডগাতে,
বিদীর্ণ রাজ্যের ক্রোধ
ঘৃণা ভোলাতে।
তবুও ফিরছেনা বুঝি
প্রগতির ডাক,
লড়াই অন্তমিল
স্রোতে আদর্শ ধুয়ে যাক।
যদি সমাজের আড়ালেই
হচ্ছে সাফাই,
রুটির বিষে মিশে রাজ-প্রতিশ্রুতির
দাওয়াই।
ধর্ম, নীতি,
সংস্কৃতির কুচকাওয়াজের ঝুটো যত মন্ত্র,
বিলীন হচ্ছ তুমি!
হে গণতন্ত্র
বিলীন হচ্ছ তুমি!
হে গণতন্ত্র
রাতের ভুখা পেট যদি ঘুম কেড়ে আনত!
-১৭ই
জানুয়ারী, ২০১৫
Thought provoking and disturbing which shows you have nailed it.
ReplyDeleteThen I guess I have triggered the thought process. Thanks. :)
ReplyDelete