মাছরাঙা
কাল ভোরে যদি তিস্তা
না বয়,
ফুটবেনা কত
কাব্য,
আজ রাতে যদি নামে
কোন সংশয়,
মেলবেনা কত
গদ্য।
উভে যাবে যত
অক্ষরমালা,
মিলনের চাহিদায়,
তবু লিখব চিঠি
তোমার নীড়ে,
এক পাহাড়ি ভাষায়।
রেখো তুমি সেথা
মাছরাঙা আর প্রথম প্রেমের ঘ্রাণ,
যেথায় মাটি
দিগন্তহীন, নেইকো পিছুটান।
-১লা
জানুয়ারী, ২০১৫
No comments:
Post a Comment