প্রিয় শহর
স্বপ্নের শহর পাহারায় আছে,
ডাকনামে যদি কেউ কান পাতে।
গৃহশূন্য বাতি স্তম্ভগুলো এক পশলা বৃষ্টির মত
প্রতীকী শোক পালন করে প্রত্যেক রাতে।
ইচ্ছের স্তূপ বোঝাই করছে ঘরবাড়ি,
কান্না মেকী?,
নাকি মেকী তার রূপ?
নাকি মেকী তার রূপ?
সিলিং ফ্যানে চেয়ে থাকা সুপ্ত চোখগুলোর
রাত কাটে?,
নাকি নিষ্ফল অন্তর যুদ্ধে চুপ?
নাকি নিষ্ফল অন্তর যুদ্ধে চুপ?
দূরে পরে আছে কিছু প্রিয় নাম,
তাই তোমার বুকে আমার ব্যাথা পুঁতে দেবই।
আমার একাধিক ঠিকানার পিতৃপরিচয়
পারলে বাস্তুহারাদের শহুরে ভ্রূণে রেখে যাব।
ধরো আবার যদি পিছুটানের মত পুষে ফেল,
আবদারের হাতে ঠাণ্ডা বাস টিকিটটা কাটো।
প্রাণের শহরের চেয়ে দামি থাকবে ভালোলাগা,
মানুষ পাল্টায় শহর আর স্মৃতি ছোটোখাটো।
-১লা জুলাই, ২০১৭
-১লা জুলাই, ২০১৭
No comments:
Post a Comment