মেঘ পাখি
মেঘ পাখিরা ডাকছে ওই প্রবাসী আকাশে। যেন সেই
আমার ছোটবেলার দেওয়ালে আঁকা আবোল
তাবোল স্বপ্নগুলো
ঘুরে বেড়াতো দু কামরার ফ্ল্যাট
জুড়ে নির্বাক রাতে।
আমার উড়তে ভয় লাগত সামনে বড় রাস্তা
বলে,
ট্রাম লাইনের তারে যদি ছিঁড়ে যায় নীল
জামা।
বা ধরো, উড়তে উড়তে যদি হারিয়ে ফেলি
শহরের দিগন্ত?।
মা ভীষণ বকবে বাড়ি ফেরার রাস্তা
ভুলে গেলে।
তারপর কিছুটা নিঃশ্বাসের আড়ালেই
খুঁড়তে শিখেছি,
ভালবাসতে শিখেছি ,
মিশতে শিখেছি মহাবিশ্বের
তীক্ষ্ণতায়,
যতদূর আমাকে ধাওয়া করে যাওয়া এই
সূর্যয়ের আলো যায়
এক দেশ থেকে অন্য দেশে।
এই আকাশ থেকে সীমানা দেখা যায়না,
খোঁজা যায়না ঘর
শুধু পরিযায়ী মেঘের মতো সাদা মনের
কিছু মানুষের হাত খুঁজে পাই
যারা ভিনদেশের সবুজ ঘাসে বন্ধু বলে
ডাকে।
আমি তাদের হয়েই উড়ছি আজ
মার বকুনিতে,
বাবার মতাদর্শে,
আর বন্ধুর বিশ্বাসে,
যে ভাবে হারালাম ওলি,
গলি, বড় রাস্তার শামিয়ানা
উন্মুক্ততার শ্রেষ্ঠ
প্রাণ হয়ে।।
-৬ই অগাস্ট,
২০১৭
No comments:
Post a Comment