চুরি
চুরি হয়ে যাচ্ছে এক পাশের খালি জমি
যাতে বেড়ে উঠত মন ও ঠুনকো পরিচয়।
চুরি হয়ে যাচ্ছে আমার ও তোমার খালি বাড়ি
যাতে থাকার মতো কেউ নেই।
আর চুরি হয়ে যাচ্ছে দূরের স্পষ্ট দিগন্ত ইশারায়,
মাটি ও আকাশ তফাৎ করার মতো গাঢ় রঙ পেন্সিল নেই এখন।
এগুলো বায়স্কোপের মতো কাল্পনিক ভাবতে পারো,
যদি তোমার হাতে জবাই হওয়া শেষ ইচ্ছেটা
তার নিহন্তা কে খুঁজে না বেরায়।
তবে তাই বলে ধোঁয়াশা রেখো না মনে।
হয় বাস্তব কে বেছে নাও শ্রেফ ভুলে থাকবার নেশায়,
নয় কবিতা বেছে নাও।
কারন শোনা যায় কবিরা খুব সহজেই
জমি, বাড়ি, মন ও দিগন্ত বানিয়ে ফেলতে সক্ষম,
হারিয়ে ফেলার তাগিদে।।
-২৩শে জানুয়ারী, ২০১৮
অপূর্ব লেখা..
ReplyDelete