এখানেই বিশ্ব
দিন গণ্ডি পেরিয়ে আবহাওয়া পাল্টে যায়,
তবু যতদূরে যাই এই রোগ আমায় তাড়া করে বেড়ায়।
যার চিকিৎসার বাইরে বিশ্বাস নিরন্তর।
আর অদ্ভুত এক নিস্তব্ধতা বহন করি,
যখন অসুখ নামতার মতো শোনায়।
পিঠের পেছনেই পিঠ দায়বদ্ধতার,
আকাশ যদি এক মহাদেশ হয়
আমি তার নাগরিক মন।
কূলে ফিরতে পারি আবার নাও পারি,
যথেষ্ট নাও হতে পারে সহানুভূতি।
পারি শুধু ভেসে থাকতে
যদি পাওয়া যায় মহাকাশের কালো,
ফিরে পাওয়ার,
ফিরে চাওয়ার,
ফিকে হওয়ার।
আমার অসুস্থ বোধ আমায় সারিয়ে তুলছে
অসুস্থ হতে আবার।
যে বিশ্বে গন্ধ নেই, ইচ্ছে নেই,
বিপ্লব নেই,
আছে এক দিশাহীন মহাজাগতিক মহামারী।
- ৩রা জুলাই, ২০২০
No comments:
Post a Comment