About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Thursday, November 18, 2010

Alcoholic Dreams...

Alcoholic Dreams...


May be some years later
I will meet you again,
Like a stranger to you,
Standing infront of you,
In the crying rain…
Time may have bypassed us,
But  memories couldn’t
Feelings may have seized !
But our existence haven’t..

The world turned to me so gray,
Sky became colourless.
You started existing only in dreams,
Fading colours from my face.
Will you be able to recognize me
From the crowd of masked citizen ?
Or simply say “Excuse me!”,
As you confront me in the afternoon rain…


The drops of rain which touched us,
Can feel the emptiness from within.
Its an emptiness of a life-time,
Created since our souls were mutually separated.
The rain continued its activity
As if it was washing the blood stains,
But can it was the past from present
While you were walking down the wet lane ?.
Distance was increasing between us,
You took a turn down the lane,
Physically you became absent,
But I can still feel your presence.




Suddenly light started decreasing
And everything went black.
I am returning to the state of consciousness!
And opening my eyes boldly.
I am lying on a lonely footpath,
Drugs and alcohols around,
Time is ticking at the clock,
Nothing but silence surrounds.
I am into deep alcoholism
To hide my painful screams,
It is as usually
Parts of my alcoholic dreams...

Written by Niloy Paul

© Copyright Reserved 2007

Saturday, September 4, 2010

Love!! you......(ভালোবাসা তুমি... )

ভালোবাসা তুমি...


ভালোবাসা তুমি হারানো সুর, হারানো কিছু কথা,

ভালোবাসা তুমি আমার বুকের জমানো কিছু ব্যাথা।

ভালোবাসা তুমি অচেনা কোনও বন্ধুত্বের এক রুপ,

ভালোবাসা তুমি টুকরো স্মৃতি, মন যে কেবল চুপ।

ভালোবাসা তুমি ক্লান্ত যে আজ স্মৃতির বোঝা বয়ে,

তোমায় ছাড়া যায় কি হাঁটা নির্জন পথ দিয়ে ?

তুমি যে আছো সব কিছু নিয়ে হৃদয়-খানির মাঝে,

শূন্যতার এই পৃথিবিতে সবাই যে তোমায় খোঁজে ।

ভালোবাসা তুমি পূজোর মেজাজ শিউলি ফুলের গন্ধ,

ভালোবাসা তুমি ফেরাও জীবনে হারানো সেই ছন্দ ।

ভালোবাসা তুমি হাঁসি-কান্না, সুন্দরী কোনও নারী,

ভালোবাসা তুমি সিঁদুরের টিপ লাল-পাড় সাদা শাড়ি।

ভালোবাসা তুমি আশায় ঘেরা বৃষ্টি মূখর দিন,

তুমি আছো তাই আজও পৃথিবিতে হয় যে নতুন দিন।


Written by Niloy Paul

© Copyright Reserved 2009

Friday, August 20, 2010

MY ALMA MATER

My Alma mater


My School, My world,
The dreams of my childhood…
The agonies of my adolescence…
I left the memories with you!!
I still cry deep within my soul,
To get back the evergreen campus..
Focusing on to the liveliness,
As if it was a cheerful circus.



I still miss the classrooms,
Which hold some sweet memories
Of our presence…
Those deep brown benches & black-boards
Written within our hearts,
As some eternal stories.



I lost those days of winter,
When the calm and cold breeze
Came flowing through the riverside windows
Made us shiver from within our soul.
I miss you…. Oh Ganges!
Still flowing through the town,
Down in the scorching heat,
And in the darkness of night,
With a complete silence,
Like blood flowing through veins…



I lost those friends from my life,
With whom I used to bunk classes,
Cracking jokes at the canteen,
Sharing happiness and sorrows,
And sometimes punishment too,
As time went by….
Our friendship drifted apart
Like Sun from the evening sky…



The teachers! I miss them too…
Not all!
But quite a few…
The shouting and those boring lectures,
The early Morning Prayer,
And those discrete mathematical structures



The environment that I have lost
Will never return!!
After-all past is past.
Now sitting lonely at Bangalore
And thinking, Life changed so fast.
I had never thought
About leaving my hometown..
But now I am sitting
Thousands of miles away,
Writing this poem…
Really I have found bliss in loneliness!
Just another eternal pang of separation…

Written by Niloy Paul


© Copyright Reserved 2008

Wednesday, August 18, 2010

হিংস্র মানুষ

হিংস্র মানুষ 


থাকনা আজ দুঃখ ভুলে বন্ধুত্বের হাত বাড়াই,
পৃথিবির যত যুদ্ধ ছেড়ে শান্তির পথে পা বাড়াই।

প্রতারণার দায়ে বন্দি আজ পৃথিবির কাছে আমরা সবাই,

স্বাধীনতার নামে আমরা শুধু হিংসার পথ দেখাই।


ভুগছি আমরা নিদ্রাহীনতায়, ব্যস্ততা শুধু পৃথিবি গড়ার,
আসলে তা আর কিছু নয়, প্রস্তুতি শুধু যুদ্ধ লড়ার।

চলছি আজও এক’ই পথে, লক্ষ্য শুধু যুদ্ধ জয় !

সত্যিই কি জিততে পারছি ?, নাকি সময়ের অপচয় ?


ক্ষমতা দখলের এই লড়াই কে ‘Survival of the fittest বলি !
একে অপরকে হত্যা করে মনুষ্যত্বকে দিচ্ছি বলি।

পৃথিবিকে যন্ত্রনা দিয়ে আজ আমরা খুশি সবাই,

রক্তের স্বাদ পেয়ে গিয়ে ভালোবাসার গন্ধ তাড়াই !







এত যুদ্ধের পরেও আজ রণক্লান্ত হয়নি কেউ !

ঠিক যেমন আছড়ে পরে সমুদ্রের বুকে অক্লান্ত ঢেউ।

পরিচয় দিই ‘মানুষ’ বলে, হিংস্র আমরা পশুর মতো !

‘মান’ আর ‘হুশ’ হারিয়ে ফেলে, পারছি না আজ ঢাকতে ক্ষত।


পারবে কি কেউ বলতে, কবে হবে যুদ্ধের শেষ ?

যেদিন পাবে এই পৃথিবি একটা সুন্দর শান্ত পরিবেশ।

সেদিন একসাথে হবে সবার রণক্ষেত্র থেকে মুক্তি !

বিভেদ হিংসা ভুলে গিয়ে করবে শুধু ভালবাসার চুক্তি...

Written by Niloy Paul.



Copyright Reserved 2010



Sunday, May 9, 2010

আজ ২৫শে বৈশাখ...



বাঙালীদের জন্য আরো একটা উৎসবের দিন। হয়তো এই জন্যই যে আমরা আমাদের শত আধুনিকতার মঝেও ভুলতে পারিনি সেই মানুষটিকে, যাঁর প্রতিটি নিঃশ্বাস আজও আমাদের মধ্যে জীবিত। তাঁর প্রতিটি ভাবনা, চিন্তা, গানের সুর আজও প্রতি মূহুর্তে আমাদের মনের মধ্যে ঘুরে বেড়ায়, হয়ত বলবেন যে এ আর নতুন কি বললেন দাদা। সত্যি নতুন কিছু নয়, কিন্তু তাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে বলবার অনেক কিছুই আছে। তিঁনি মানব-জাতিকে কি কি উপহার দিয়েছেন তার হিসাব আমি নাইবা করলাম, কিন্তু আমরা তাঁকে কি কি উপহার দিয়েছি ?। তাঁর গানের Remix আজ আমাদের মন ছুঁয়ে যায়, Discoতে রবী-রকস্‌ এর দাপাদাপী। তাঁর লেখা কবিতা, গল্প কে ভাঙ্গা-চোড়া করে আমরা আমাদের so-called CREATIVITY’র পরিচয় দিচ্ছি। তাঁর সুরগুলোও আজ আর সুরক্ষিত নেই, কিন্তু তবুও ‘তিঁনি আছেন নিরবে...’ কারণ তিঁনি কোন দিনও নিজের Publicity চাননি হয়ত, কিন্তু আমরা চাই। আর সেই জন্যেই তিঁনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর আমরা সাধারণ মানুষ। না এসব বলে কোন সস্তার বিতর্ক সৃষ্টি করার চিন্তা-ভাবনা আমার নেই। শুধু আমরা কি করে চলেছি সেটা আরও একবার মনে করিয়ে দিলাম। কবিগুরুর অসীম সৃষ্টির সামনে আমরা তুচ্ছ মাত্র, তাই তাঁর চোখের আলোর মাঝে আজও নিজেদের স্বপ্ন-গুলোকে মেলে ধরতে ইচ্ছে করে। তাঁর লেখা গান গাওয়াতেই যেন আমরা চির-জীবন আনন্দ পাই, শান্তি পাই। পরবর্তী প্রজন্ম যেন তাঁর গান মুছে না ফেলে এই আশাই রাখব। তাই শেষে একটাই গানের লাইন লিখব...

    “ও বাঙালী ভুল করো না, গেও না এমন গান যাতে জগৎ-সভায় লুটিয়ে পড়ে বাংলা ভাষার মান...”

I have become my own version of an optimist. If I can't make it through one door, I'll go through another door - or I'll make a door. Something terrific will come no matter how dark the present.-Mr.Tagore

আসুন কবিগুরুর পথ ধরেই আমরা আমাদের প্রিয় বাংলা ভাষা কে এগিয়ে নিয়ে যাই 
নতুন এক দিগন্তের দিকে...

Read his short biography at- http://www.oise.utoronto.ca/research/edu20/moments/1901tagore.html


Written by Niloy Paul
© Copyright Reserved 2010

Sunday, April 25, 2010

You will find your way to goal yourself...















Something that future tells us is the indication of some events, which are either in the form of dream or reality but still it shows us the path of destiny. Whether you realize it or not, its upto you. But nature shows us through various indications, well season change is one such event. Realization is a vital part human character, close observation is such a characteristics which makes you different from other ordinary human beings. Our mother nature creates thousand of phenomena that are quite different & distinct. Notice them & you will feel the difference yourself. Adjust your decisions, follow nature’s rules and you can secure your future. Don’t forget to put a landmark at each and every step of your life as you walk upstairs... Stay cool, relax, alert, and give your best. You will find your way to goal yourself..




Written by Niloy Paul
© Copyright Reserved 2008

শুভ নব-বর্ষ ১৪১৭





নিছক বাঙালীয়ানা দেখানোর জন্য পয়লা বৈশাখ নয় !আরো এক বছর এই ভাষায় স্বপ্ন দেখার জন্যই হয়তো পয়লা বৈশাখ। মোদের গরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা, হয়তো এই ভেবে সত্যজিতৎ রায় অস্কার এনেছেন, কবিগুরু ও অমর্ত্য সেন নোবেল এনেছেন, রাম মোহন রায় রাজাহয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরহয়েছেন। বাংলার দাদা সৌরভও বাংলা ভাশাতেই দাদাগিরি করেছেন, জ্যোতি বসু ২৪টা বছর বাংলা রাজ করেছেন, আজও মমতা পিসির ইংরাজী উচ্চারণে বাংলার টান।
ভালো থাকবেন ও ভালো রাখবেন !এত কিছুর মাঝেও কিন্তু আমরা একটু একটু করে বাংলা কে হারাচ্ছি।অনেকই আজ বাংলা তারিখ মনে রাখেন না, আমি নিজেও জানিনা। সবাই বলবো যে প্রয়োজন পরে না ! কিছুটা হয়তো সত্যি। তবুও বাংলা কে আমরা হারাচ্ছি। পারবো কি আমরা বাংলা কে ধরে রাখতে ?? পারবো কি আমরা বাংলায় স্বপ্ন দেখতে ?? উত্তরটা নিজেদেরই খুঁজে নিতে হবে... নয়তো সত্যিই কিছু হারিয়ে ফেলবো... ভেবে দেখো।

শুভ নব-বর্ষ ১৪১৭
Written by Niloy Paul

© Copyright Reserved 2010